ইন্ডিয়া হুড ডেস্ক: লোকসভা নির্বাচনের অনেক আগেই মোদি সরকার কেন্দ্রীয় কর্মীদের জন্য একধাক্কায় প্রায় ৪ শতাংশ DA বাড়িয়ে দিয়েছিল। অর্থাৎ বর্তমানে তাঁরা ৫০ শতাংশ হারে DA পাচ্ছে। আর এবার সপ্তম পেড়িয়ে অষ্টম বেতন কমিশন ঘোষণার তোড়জোড় শুরু হতে চলেছে। এর আগে অষ্টম বেতন কমিশন গঠনের আর্জি জানিয়ে কেবিনেট সেক্রেটারিকে চিঠি দেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক এসবি যাদব। তবে কি খুব শীঘ্রই চালু হবে এই কমিশন? আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
৮ম পে কমিশন চালু নিয়ে বড় আপডেট
সরকারি নিয়ম অনুযায়ী, প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠন করে কেন্দ্র। সেখানেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন, ভাতা, ও অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা নিয়ে চলে আলোচনা। পরবর্তী ক্ষেত্রে কমিশনের সুপারিশ মেনে বৃদ্ধি করা হয় কর্মীদের বেসিক পে ও যাবতীয় ভাতা। শেষ ২০১৬ সালের ১ জানুয়ারি কার্যকর হয়েছিল সপ্তম পে কমিশন। তবে হিসেব অনুযায়ী এবার আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি আবার ৮ম পে কমিশন চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার ফলে এবার সরকারি কর্মীদের ন্যূনতম বেতন এবং পেনশন কাঠামোতে বড় বদল আসবে।
যদিও কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ৮ম পে কমিশন নিয়ে কোনওরকম তথ্য এখনও জানায়নি। আর তাছাড়া ৭ম পে কমিশনের মেয়াদ যে আগামী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হতে চলেছে তা নিয়েও কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তাই ৮ম কমিশন নিয়ে বেশ ধন্দে রয়েছে সকলে। এদিকে বিগত এক বছরে নানা সময় কর্মী ইউনিয়ন এই ৮ম পে কমিশনের বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছে। কিন্তু বাজেটের পরে অর্থমন্ত্রকের সচিব সোমানাথনকে জানান যে তাদের হাতে এখনও এই নিয়ে কাজ করার অনেক সময় আছে।
সোনায় সোহাগা কেন্দ্রীয় কর্মীদের একাংশ
৮ম পে কমিশনের সময় কর্মী সংগঠনের বেতন পরিমার্জনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টরকে ৩.৬৮ করতে বললেও সরকার তা শুধুমাত্র ২.৫৭ তেই সীমাবদ্ধ রাখা হয়েছিল। এবং বেতন বাড়িয়ে করা হয়েছিল ১৮ হাজার টাকা, অর্থাৎ ন্যূনতম বার্ষিক বেতন এখন দাঁড়িয়েছে ২.৫ লাখ টাকা। অন্যদিকে পেনশন ৩৫০০ বাড়িয়ে করা হয়েছে ৯ হাজার টাকা যার ফলে সর্বোচ্চ পেনশনের অঙ্ক দাঁড়িয়েছে বার্ষিক ১.২৫ লাখ টাকা। কিন্তু ৮ ম পে কমিশন গঠন হলে সরকার যদি কর্মী সংগঠনের দাবি মেনে নেয় তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর আরও ১.৯২ বাড়ানো হতে পারে। এবং বেতন বেড়ে হবে ৩৪,৫৬০ টাকা এবং পেনশনও ন্যূনতম হবে ১৭,২৮০ টাকা।