ইন্ডিয়া হুড ডেস্ক: বহু দিনের জল্পনা নিল বাস্তবের রূপ! বড় বিপদের সম্মুখীন গ্রাহকেরা! বন্ধ হতে চলেছে দেশের সবচেয়ে বড় এই ব্যাঙ্ক! অনেকদিন ধরেই গুজব ছড়াচ্ছিল যে শীঘ্রই এই জনপ্রিয় ব্যাঙ্কের দিন ঘনিয়ে আসছে। যার জন্য এই ব্যাঙ্কের গ্রাহকদেরকেও নানা বিপাকে পড়তে হয়েছে। কিন্তু জানেন কি কোন ব্যাঙ্কের কথা আমরা বলছি? আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
ব্যাঙ্ক বন্ধের প্রসঙ্গ উঠতেই অনেকের মনে প্রশ্ন জাগছে কোন ব্যাঙ্কের এই হেন রূপ হতে চলেছে। তবে ঘাবড়ানোর কিছু নেই। পশ্চিমবঙ্গ নয়। এই ঘটনা ঘটতে চলেছে নৈনিতালে। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক Bank of Baroda (BoB) এই সিদ্ধান্ত নিয়েছে। খবর অনুযায়ী, নৈনিতাল ব্যাঙ্কে BoB -এর 98.5 শতাংশ শেয়ার রয়েছে। আর এই শেয়ারের বেশি অংশই বিক্রির পরিকল্পনা করেছে ব্যাঙ্ক অফ বরোদা।
বন্ধের নোটিশ এই ব্যাঙ্কের
জানা যায়, Nainital Bank উত্তরাখণ্ডে যথেষ্ট জনপ্রিয় একটি ব্যাঙ্ক। এর মূল অফিস উত্তরাখণ্ডে হলেও দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানাতেও ছড়িয়ে রয়েছে এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট। 1922 সালে সাধারণ মানুষের ব্যাঙ্কের চাহিদা মেটাতেই এই ব্যাঙ্কের প্রতিষ্ঠা করা হয়। 51 বছর Reserve Bank of India-র নির্দেশ মেনে Nainital Bank অধিগ্রহণ করেছিল মুম্বই ভিত্তিক ব্যাঙ্ক BOB। কিন্তু এবার প্রায় ৫০ বছর পর BOB এই অধিগ্রহণের সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে চলেছে।
আরও পড়ুনঃ কেন্দ্রের মতো রাজ্যেও ৫০% DA! পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট
বিক্রির সিদ্ধান্তে গ্রিন সিগন্যাল!
বর্তমানে এই নৈনিতাল ব্যাংক লিমিটেডের মোট মূল্য হল ৬০৭ কোটি টাকা। সব শাখা মিলিয়ে এই কর্মচারীর সংখ্যা ৯৪১ জন। ব্যাংকটির ১৬৬টি শাখা রয়েছে। জানা গিয়েছে, BOB এর বোর্ড অফ ডিরেক্টর Nainital Bank Limited (NBL) এর অধিকাংশ শেয়ারহোল্ডিং বিক্রি করার সিদ্ধান্তে ইতিমধ্যেই গ্রিন সিগন্যাল দিয়েছে। বর্তমানে BoB -এর হাতে 98.57 শতাংশ NBL -এর ইক্যুইটি শেয়ার রয়েছে। ব্যাঙ্কের শেয়ার বিক্রি ব্যাপারে একটি বিজ্ঞাপন জারি করার অনুমোদনও মিলেছে বোর্ডের তরফ থেকে।