ইন্ডিয়া হুড ডেস্ক: চলতি বছর লোকসভা নির্বাচনের মাধ্যমে তৃতীয়বার দিল্লির মসনদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় ক্ষমতা দখল করল। আশা করা যাচ্ছে নরেন্দ্র মোদির নেতৃত্বে NDA সরকার চলতি মাসে ২০২৪-২৫ অর্থবছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে। তবে নির্দিষ্ট কোনও দিন এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। ইতিমধ্যেই এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে সরকারি সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আগামী ২২ জুলাই বাজেট পেশ করতে পারেন। আর এই আবহেই এবার মোদি 3.0-এর সম্পূর্ণ বাজেট পেশের মাধ্যমে কপাল খুলতে চলেছে চাকরিজীবীদের।
পূর্ণাঙ্গ বাজেট ২০২৪
এবার লোকসভা নির্বাচনে বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং এনডিএ জোট সরকার গঠিত হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১২ জুন নতুন NDA সরকারের অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এবার তাঁর লক্ষ্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করা। যার জন্য ইতিমধ্যেই তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এই আবহে কেন্দ্রীয় সরকার সাধারণ জনগণ, করদাতা ও চাকরিজীবীদের জন্য পূর্ণাঙ্গ বাজেটে বড় ধরনের ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে। কারণ এবার কেন্দ্রের মূল টার্গেট মধ্যবিত্তদের ওপর। তবে সম্প্রতি শোনা যাচ্ছে সরকার PF অ্যাকাউন্টধারীদের জন্য এক ধামাকেদার উপহার নিয়ে আসতে চলেছে। নজর এবার PF অ্যাকাউন্টে।
বাজেটে চাকরিজীবীদের কপাল খুলতে চলেছে
প্রভিডেন্ট ফান্ড বা PF হল কেন্দ্রীয় সরকার দ্বারা সমর্থিত একটি সঞ্চয় এবং অবসর তহবিল। যা তৈরি করা হয় বেতনভোগী কর্মচারী এবং তাদের নিয়োগকর্তাদের দ্বারা । জানা গিয়েছে, EPFO কর্মীদের বেতনসীমা বৃদ্ধি করার চিন্তা ভাবনা করে চলেছে। আগে যেখানে ১৫ হাজার টাকা সীমাবদ্ধতা ছিল সেটি বৃদ্ধি পেয়ে আশঙ্কা করা হচ্ছে ২৫ হাজার টাকা করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। সর্বপ্রথম অর্থাৎ ১ নভেম্বর ১৯৫২ যখন চাকরিজীবীদের জন্য PF এর ধারণা চালু করা হয়, তখন ৩০০ টাকা সীমাবদ্ধতা ছিল, কিন্তু পরবর্তীতে সেই টাকার পরিমাণ বাড়তে বাড়তে ১৫ হাজারে গিয়ে ঠেকেছে। কিন্তু এবার আশা করা হচ্ছে সেই পরিমাণ আরও একবার বাড়বে। এবং টাকার পরিমাণ হবে ২৫ হাজারে।
EPF এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য
EPF হল কেন্দ্রীয় সরকারের এক সামাজিক নিরাপত্তা প্রকল্প। যা ভবিষ্যতে অবসরপ্রাপ্ত সাধারণ মানুষের আর্থিক সঞ্চয় তহবিল হিসেবে সাহায্য করে। যেটি ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী প্রাপ্য সুদের হারে ব্যবহার করা যায়। বেতন আপনার বেতন প্রতি মাসে ১৫,০০০ টাকা হলেই এই স্কিমে যোগদান করতেই হবে।