রেশন কার্ড থাকলে বাজিমাত, ১২ হাজার করে টাকা দেবে কেন্দ্র সরকারর! সহজেই করুন আবেদন

Published on:

modi-money

ইন্ডিয়া হুড ডেস্ক: তৃতীয়বার কেন্দ্রে শরিকদের সমর্থনে নরেন্দ্র মোদী দিল্লির সিংহাসন দখলের পরেই দেশের উন্নতির জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়ন করার উদ্দেশ্যে তৎপর হয়ে উঠেছেন। আর সেই পরিকল্পনাগুলো অবশ্যই দারিদ্র্যসীমার নীচে অন্তর্গত মানুষসহ কৃষক, শ্রমিক এবং সকল শ্রেণীর মানুষের জন্য করা হয়েছে। যার মধ্যে অন্যতম হল শৌচালয় যোজনা।

আমরা সকলেই জানি একটা দেশ তখনই উন্নত হয়, যখন প্রতি ঘরে ঘরে একটা করে শৌচালায় গড়ে ওঠে। কিন্তু আর্থিক অনটনের কারণে দেশের অনেক দরিদ্র মানুষ নিজস্ব শৌচালয় বানাতে পারে না। যার দরুন মাঠে মাঠে তাঁদের শৌচকার্য চালাতে হয়। কিন্তু চিন্তা নেই। এবার সেই সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকার ভারতের মধ্যে যে সকল মানুষের ঘরে শৌচালয় নেই,তাদের শৌচালয় প্রদান সহ নির্মলতা অভিযান প্রচার চালানো শুরু করেছে। সম্প্রতি শৌচালয় যোজনার সেকেন্ড ফেজ লঞ্চ করা হয়েছে। এই যোজনায় যে সকল ভারতীয় নাগরিকদের শৌচালয় নেই তাদের শৌচালয় তৈরীর জন্য নগদ ১২ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

WhatsApp Community Join Now

এই সুবিধা কাদের ক্ষেত্রে প্রযোজ্য?

এরা পাবেন বিশেষ সুবিধা

  • তপশিলি জাতি ও উপজাতিভুক্ত পরিবারে যাঁদের শৌচালয় নেই।
  • যে পরিবারে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন, এবং নিজস্ব শৌচালয় নেই তারা এই প্রকল্পের সুবিধা পাবেন।
  • বিপিএল তালিকাভুক্ত পরিবার যাঁদের শৌচালয় নেই।
  • যে সকল পরিবারে কেবল মহিলা সদস্য রয়েছেন এবং নিজস্ব শৌচালয় নেই তারা এই প্রকল্পের সুবিধা পাবেন।

প্রয়োজনীয় তথ্য

  • আধার কার্ড
  • ভোটার আইডি কার্ড
  • ব্যাংক পাসবুক
  • মোবাইল নম্বর
  • বিপিএল বা এপিএল রেশন কার্ড।

আবেদন পদ্ধতি

  • এই প্রকল্পে আবেদনে করার জন্য আবেদনকারীকে প্রথমে স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://swachhbharatmission.ddws.gov.in/ এ গিয়ে ক্লিক করতে হবে।
  • তারপর ওয়েবসাইটটি ওপেন হলে Citizen Corner -এর আওতায় থাকা Application Form for IHHL ক্লিক করতে হবে।
  • সেখানে Citizen’s Registration অপশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে।
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হলেই Login করে ‘New Application’ অপশনে যেতে হবে।
  • সেখানে আবেদনের জন্য প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করে নিতে হবে এবং প্রয়োজনীয় তথ্যগুলো আপলোড করতে হবে। তাহলেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
  • সবশেষে আবেদন করা হয়ে গেলে ব্লক বা ডিস্ট্রিক্ট অথরিটির তরফে ফিজিক্যাল ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
  • এরপর ভেরিফিকেশনের প্রক্রিয়া শেষ হলেই আবেদনকারীর অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নগদ ১২ হাজার টাকা সরাসরি ট্রান্সফার হয়ে যাবে।
বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন