ইন্ডিয়া হুড ডেস্ক: সামনেই বাঙালির পর পর উৎসব লেগেই রয়েছে। জন্মাষ্টমী থেকে শুরু করে গণেশ পুজো, কালী পুজো তো রয়েছেই। সঙ্গে ধনতেরাসও প্রায় দোরগোড়ায়। আর ধনতেরাস মানেই সোনা কেনার ধুম পড়ে যায় ঘরে ঘরে। আর সোনার থেকে পরম বন্ধু আর কী হতে পারে নারীর! কিন্তু লোকসভা নির্বাচনের বেশ কয়েক দিন সোনার দাম অত্যাধিক হারে বেড়ে যাওয়ায় মধ্য-নিম্নবিত্ত পরিবার মুখোমুখি হয়েছে বড় সমস্যায়। পর্যাপ্ত সোনা কিনতে না পেরে রীতিমত বিয়ের মতো বিভিন্ন শুভ অনুষ্ঠানে ভাটা পড়েছিল।
কিন্তু ২০২৪ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট নির্ধারণের পরেই এবার মধ্যবিত্তদের হাতের নাগালে এসেছে সোনা। চলতি মাসে সোনা অনেকটাই সস্তা হয়েছে। স্বাধীনতা দিবসের পরে সোনার দামে আরও পতন হয়েছে। এতে সাধারণ মানুষ যেমন খুশি তেমন বিক্রি বাড়তে খুশি স্বর্ণ ব্যবসায়ীরাও। কিন্তু সেই সুখ বা আনন্দ বেশিদিন স্থায়ী থাকবে না। কারণ মার্কেট বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে এক বড় লাফ দেবে ‘সোনার সূচক’। অপরিশোধিত তেল, অ্যালুমিনিয়াম, তামা, কয়লা-সহ অনেক পণ্যের দামই এখন আকাশছোঁয়া। আর সেই তালিকায় নাম লেখাবে সোনা। শোনা যাচ্ছে, আগামী দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম হবে ৮০,০০০ টাকা।
তাইতো ভবিষ্যৎ এর কথা মাথায় রেখেই এবং ধনতেরাস এর কথা মাথায় রেখেই এবার আগে ভাগে সোনা কেনার হিড়িক জাগলো সকলের। এইমুহুর্তে সোনার দাম বেশ ওঠানামা করেছে। সূত্রের খবর, গতকালের তুলনায় আজ অর্থাৎ শনিবার সোনার দাম খানিক বেড়েছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কলকাতায় আজ সোনার দাম কত বাড়ল এবং রুপোর দামই বা কত?
কলকাতায় সোনা কত?
আজ ২৪ আগস্ট, শনিবার কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে লাগছে ৬৬৯৫ টাকা লাগবে। এবং ১০ গ্রাম সোনার দাম ৬৬ হাজার ৯৫০ টাকা। যেটা গতকালের তুলনায় ৩৫০ টাকা বেড়েছে। অন্যদিকে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে লাগছে ৭৩০৪ টাকা। এবং এবং ১০ গ্রাম সোনার দাম পড়ছে ৭৩০৪০ টাকা। যেটা গতকালের তুলনায় ৩৯০ টাকা বেশি। অন্যদিকে কলকাতায় ১ গ্রাম ১৮ ক্যারেট সোনা কিনতে লাগছে ৫৪৭৮ টাকা। এবং ১০ গ্রাম সোনার দাম পড়ছে ৫৪,৭৮০ টাকা। যা গতদিনের তুলনায় ২৯০ টাকা বেড়েছে।
সোনার তুলনায় কতটা পরিবর্তন হল রুপোর দামে?
সোনার দাম ছাড়াও রুপোর দামেও বেশ পরিবর্তন হয়েছে। কলকাতায় ১০ গ্রাম রুপোর দাম ৮৮০ টাকা। যা গতদিনের তুলনায় মাত্র ১৩ টাকা বেড়েছে। এবং ১০০ গ্রাম রুপোর দাম ৮৮০০ টাকা। যা গতদিনের তুলনায় ১৩০ টাকা বেড়েছে। কলকাতার মত রুপোর দামও বেড়েছে মুম্বই এবং দিল্লিতে। তবে চেন্নাইতে ১০ গ্রাম রুপোর দাম ৯৩০ টাকা। যা গতদিনের তুলনায় ১৩ টাকা বেড়েছে। এবং ১০০ গ্রাম রুপোর দাম ৯৩০০ টাকা। যা গতদিনের তুলনায় ১৩০ টাকা বেড়েছে।