আজ থেকে শুরু হয়ে গিয়েছে চলতি বছরের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব। চারিদিকে উত্তেজনার পারদ চড়ার পাশাপাশি বিনিয়োগ শিল্পেও নজর আমজনতার। কারণ বিনিয়োগের কথা মাথা এলেই মগজে আসে সোনা রুপোর দাম। কিন্তু বেশ কয়েকদিন ধরে সোনার দাম ক্রমেই বাড়তে থাকায় বিয়ের মরশুমে কার্যত মাথায় হাত সকলের। কীভাবে সোনা কিনবে এক সাধারণ মধ্যবিত্ত পরিবার? তাই আজকের প্রতিবেদনের মাধ্যমে একনজরে দেখে নেওয়া যাক আজকে দেশের 4 মেট্রোপলিটন শহর কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে সোনার দাম কত।
একনজরে 4 মেট্রোপলিটন শহরের সোনার দাম
কলকাতা
22 ক্যাঃ 10 গ্রাম সোনার দাম
- আজকের দাম – 71,000 টাকা
- গতকালের দাম – 71,000 টাকা
- দাম বেড়েছে বা কমেছে – অপরিবর্তনশীল
24 ক্যাঃ 10 গ্রাম সোনার দাম
- আজকের দাম- 74,700 টাকা
- গতকালের দাম- 74,700 টাকা
- দাম বেড়েছে বা কমেছে- অপরিবর্তনশীল
চেন্নাই
22 ক্যাঃ 10 গ্রাম সোনার দাম
- আজকের দাম – 68,900 টাকা
- কালকের দাম – 68,350 টাকা
- দাম বেড়েছে- 500 টাকা
24 ক্যাঃ 10 গ্রাম সোনার দাম
- আজকের দাম – 75,160 টাকা
- গতকালের দাম – 74,560 টাকা
- দাম বেড়েছে – 600 টাকা
দিল্লি
22 ক্যাঃ 10 গ্রাম সোনার দাম
- আজকের দাম – 68,300টাকা
- কালকের দাম – 67,800 টাকা
- দাম বেড়েছে – 500 টাকা
24 ক্যাঃ 10 গ্রাম সোনার দাম
- আজকের দাম- 74,490 টাকা
- কালকের দাম- 73,950 টাকা
- দাম বেড়েছে – 540 টাকা
মুম্বই
22 ক্যাঃ 10 গ্রাম সোনার দাম
- আজকের দাম- 68,150 টাকা
- কালকের দাম – 67,650 টাকা
- দাম বেড়েছে -500 টাকা
24 ক্যাঃ 10 গ্রাম সোনার দাম
- আজকের দাম- 74,340 টাকা
- কালকের দাম – 73,800 টাকা
- দাম বেড়েছে- 540 টাকা
প্রসঙ্গত, আজ কলকাতা শহরে সোনার দামে কোনও পরিবর্তন হয়নি। এমনকি ধূসর ধাতু রূপোর দামও অপরিবর্তিত ছিল। আজ কলকাতায় 1 কেজি খুচরো রুপোর দাম 84,200 টাকা এবং 100 গ্রাম খুচরো রুপোর দাম 8420 টাকা। কেজির হিসেবে যা গতকালের তুলনায় অপরিবর্তনশীল। কলকাতায় রুপোর দাম অপরিবর্তন হওয়ার পাশাপাশি দেশের তিন মেট্রোপলিটন শহর দিল্লি, মুম্বই এবং চেন্নাইতে অপরিবর্তিত রুপোর দাম। দেশের অন্যতম মেট্রোপলিটন শহর চেন্নাইতে 100 গ্রাম রুপোর দাম 9000 টাকা। এবং 1 কেজি রুপোর দাম 90,000 টাকা। যা গতদিনের দামের তুলনায় অপরিবর্তিত।অন্যদিকে রাজধানী দিল্লি ও মুম্বইতে 100 গ্রাম রুপোর দাম 8650 টাকা। এবং 1 কেজি রুপোর দাম 86,500 টাকা। যা গতদিনের তুলনায় অপরিবর্তিত।