রোজ ৪৫ টাকা বিনিয়োগেই মিলবে ২৫ লাখ! LIC-র নয়া স্কিম কাঁপাচ্ছে বাজার

Published on:

LIC Jivaan Anand Policy

ইন্ডিয়া হুড ডেস্ক: এইমুহূর্তে দেশের দুর্মূল্যের বাজারে যেখানে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদির দাম আকাশছোঁয়া সেখানে সকলেই চায় ঝুঁকিহীন বিনিয়োগ করতে। তাই সেক্ষেত্রে ঝুঁকিহীন বিনিয়োগের জন্য অনেকেই ফিক্সড ডিপোজিট, LIC এবং পোস্ট অফিসের বিভিন্ন স্কিম বেছে নেন। তাই আজকের প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত জীবন বিমা কোম্পানির এক নয়া লাভবান স্কিম নিয়ে। যা এইমুহুর্তে লগ্নিকারীদের মধ্যে বেশ জনপ্রিয় উঠেছে।

বেশিরভাগ ক্ষেত্রে জনসাধারণ চায় অল্প টাকায় বেশি লাভ করতে। সেক্ষেত্রে নিশ্চিত পলিসি রিটার্ন হল উপরি পাওনা। কিন্তু এমন পলিসি পাওয়া খুব মুশকিলের। তবে চিন্তা নেই। এমনই এক ঝুঁকিহীন পলিসি নিয়ে এসেছে LIC। পলিসিটির নাম ‘জীবন আনন্দ’।

WhatsApp Community Join Now

কী এই স্কিম?

যদি কোনো আমানতকারী অল্প টাকা প্রিমিয়াম দিয়ে বেশি রিটার্ন পেতে চায়, তবে LIC র এই জীবন আনন্দ পলিসি তাঁদের জন্য বেস্ট হবে। পলিসির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বিনিয়োগকারীরা একাধিক রিটার্ন পান। ন্যূনতম 1 লক্ষ টাকা জমা রাখতে হবে। তবে বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়নি।

এই স্কিমের সুবিধা

  • পলিসিতে বছরে দু’বার বোনাস দেয় LIC।
  • আমানতকারীরা মোট 4 ধরনের আর্থিক সুবিধা পাবেন। সেগুলি হল, অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি রাইডার, অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার, নিউ টার্ম ইন্স্যুরেন্স রাইডার ও নিউ ক্রিটিক্যাল বেনিফিট রাইডার।
  • কোনো কারণে আমানতকারীর মৃত্যু হলে বিমা কোম্পানির তরফ থেকে তাঁর পরিবারকে দেওয়া হবে মোটা অংকের টাকা।
  • আমানতকারীর মৃত্যুর পর পরিবার প্রয়োজনীয় তথ্য বা নথি তুলে ধরলে 125 শতাংশ বেনিফিট পাবেন।

কীভাবে মিলবে 45 টাকায় 25 লাখ রিটার্ন?

LIC জানিয়েছে, দিনে 45 টাকা করে দিলে গ্রাহকের থেকে মাসে মিলবে 1350 টাকা। অর্থাৎ বছরে বিমা কোম্পানির তহবিলে 16,200 টাকা জমা করবেন গ্রাহক। এবং 35 বছরে তা বেড়ে দাঁড়াবে 5,70,500 টাকা। মেয়াদ উত্তীর্ণর পর গ্রাহককে রিভিশনারি বোনাস হিসেবে LIC দেবে 8.60 লাখ টাকা। শুধু তাই নয়, চূড়ান্ত বোনাস হিসেবে তিনি পাবেন আরও 11.50 লাখ টাকা। সব মিলিয়ে টাকার পরিমাণ দাঁড়াবে 25 লাখ টাকায়।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন