শনিবার কমল পেট্রোল ডিজেলের দাম, আজ কলকাতায় কত টাকা লিটার জ্বালানি? রইল রেট

Published on:

petrol-pump

ইন্ডিয়া হুড ডেস্কঃ হুড়মুড়িয়ে নামছে পেট্রোল ডিজেলের দাম! স্বস্তির খবর দেশজুড়ে। এইমুহুর্তে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত ট্রেডিং করছে। আর সেই পরিস্থিতিতে দেশের তেল সরবরাহকারী সংস্থাগুলি পেট্রোল-ডিজেলের নতুন দাম প্রকাশ করেছে। একেই দেশের প্রত্যেকটি রাজ্যে চলছে লোকসভা নির্বাচনের তোড়জোড়। এরই মধ্যে আবার কয়েকটি রাজ্য ও শহরে জ্বালানির দাম যেমন বাড়ছে ঠিক তেমনই কমছে।

দেশে পেট্রোল ডিজেলের দাম বিভিন্ন কারণের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। যার মধ্যে অন্যতম হল মালবাহী চার্জ, ভ্যাট এবং স্থানীয় কর। সরকারি তেল সংস্থাগুলি প্রতিদিন সকাল ৬টায় দেশে জ্বালানির নতুন দাম ছাড়ে। জানা গিয়েছে আজ অর্থাৎ শনিবার অসম, অরুণাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, গোয়া-সহ কয়েকটি রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম সামান্য বেড়েছে। অন্যদিকে পেট্রোল ডিজেলের দাম কমেছে বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, কেরল-সহ একাধিক রাজ্যে। এক নজরে দেখে নেওয়া যাক দেশের প্রধান ৪ মেট্রোপলিটন শহরের পেট্রোল ডিজেলের দাম।

WhatsApp Community Join Now

পেট্রোল ডিজেলের নয়া রেট

  • রাজধানী দিল্লিতে, এক লিটার পেট্রোলের দাম বিক্রি হচ্ছে ৯৪.৭২ টাকায় এবং ডিজেলের দাম ৮৭.৬২ টাকা প্রতি লিটারে রয়েছে।
  • মুম্বইতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৪.২১ টাকা এবং ডিজেলের দাম ৯২.১৫ টাকা প্রতি লিটারে ।
  • চেন্নাইতে, পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০.৭৫ টাকা এবং ডিজেলের দাম ৯২.৩৪ টাকা প্রতি লিটার।
  • কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের দাম ৯০.৭৬ টাকা প্রতি লিটার।
বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন