আরও ৪% DA, ভোটের পর প্রথম বৈঠকেই অনুমোদন রাজ্যের! সুখবর সরকারি কর্মীদের জন্য

Published on:

money-da

ইন্ডিয়া হুড ডেস্ক: দীর্ঘদিন ধরে DA বা মহার্ঘ ভাতা ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় কর্মীদের মতই DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে একাধিক মামলা এবং আন্দোলন শুরু হয়েছে রাজ্য জুড়ে। সেই মামলা সরকারের গন্ডি পেরিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ঠেকেছে। যদিও সেই মামলার শুনানি বারংবার পিছিয়ে যাচ্ছে। কিন্তু সম্প্রতি এই আবহে সরকারী কর্মীদের DA বৃদ্ধি নিয়ে বড় আপডেট উঠে এল খবরের শিরোনামে।

চলতি বছর, লোকসভা নির্বাচনের আগে গত কয়েক মাসে দফায় দফায় কেন্দ্রীয় সরকার তাঁদের কর্মীদের DA বা মহার্ঘ ভাতা বাড়িয়েছে। যেখানে আগে কেন্দ্রীয় কর্মীরা DA ৪৬ শতাংশ পেত, সেখানে এখন ৫০ শতাংশ দেওয়া হয় DA। অন্যদিকে রাজ্য সরকার নির্বাচন কমিশন লোকসভা নির্বাচন ২০২৪ এর দিন ঘোষণার পরেই তড়িঘড়ি ৪ শতাংশ DA বৃদ্ধি করিয়ে দিল সরকারী কর্মীদের। অর্থাৎ আগে যেখানে সরকারি কর্মীদের ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হত, এখন তাঁদের ১৪ শতাংশ করে DA দেওয়া হয়। আর এই আবহেই আরও একবার ৪ শতাংশ DA বৃদ্ধির পরিকল্পনা করতে চলেছে সরকার।

WhatsApp Community Join Now

তবে এই DA বৃদ্ধির পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের নয়। আসলে এই ৪ শতাংশ DA বৃদ্ধি পেতে চলেছে সিকিমে। সূত্রের খবর, গতকাল অর্থাৎ সোমবার সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন প্রেম সিং তামাং। আর এইদিনেই সন্ধ্যায় দ্বিতীয় সিকিম ক্রান্তিধারী মোর্চা সরকারের মন্ত্রিসভা বৈঠক বসে। আর সেই বৈঠকেই রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ DA বৃদ্ধির সিদ্ধান্তে সবুজ সংকেত দেওয়া হয়েছে। অর্থাৎ আগে যেখানে সিকিম সরকারের অধীনে থাকা কর্মীরা ৪২ শতাংশ DA পেতেন। বর্তমানে সেটি ৪ শতাংশ বেড়ে দাঁড়াতে চলেছে ৪৬ শতাংশে।

কবে থেকে কার্যকর হতে চলেছে এই নিয়ম?

রাজ্য সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে ২০২৩ সালের ১ জুলাই থেকে ৪৬ শতাংশ হারে DA দেওয়া হবে। এদিকে আজ অর্থাৎ মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে DA বাড়ানো নিয়ে আলোচনা হওয়ার জোর জল্পনা চলছে। যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন আসতে চলেছে। তাই সেদিকে তীক্ষ্ণ নজর রাজ্য সরকারি কর্মচারীদের। এই প্রসঙ্গে গত শুক্রবারই শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এপ্রিল থেকে ৪ শতাংশ DA মিলবে। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পাশাপাশি আদর্শ আচরণবিধি উঠে গেলেও এ ব্যাপারে আর কোনও নোটিশ দেয়নি সরকার।’

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন