ইন্ডিয়া হুড ডেস্ক: গত কয়েকমাস ধরে ভোজ্য তেলের দাম যেন আকাশছোঁয়া। করোনার সময় সেই দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। সেই সময়ে প্রতি লিটার সরষের তেলের দাম পৌঁছে গিয়েছিল প্রায় ২০০ টাকায়।তবে সেই সময় সাধারণ মানুষকে স্বস্তি দিতে একের পর এক পদক্ষেপ নেয় কেন্দ্র। চাহিদা মেটাতে বিদেশ থেকে ভোজ্যতেল আমদানির সিদ্ধান্ত নেয় কেন্দ্র। পাশাপাশি, সয়াবিন তেল, পাম অয়েল ও সানফ্লাওয়ার অয়েলের উপরও আমদানি শুল্ক কমায় কেন্দ্র। তবে এর মাঝে অনেকবারই পরিবর্তিত হয়েছে। এবার সম্প্রতি তেলের দাম নিয়ে বড় সিদ্ধান্ত তুলে ধরল কেন্দ্র।
জানা গিয়েছে, চলতি বছর অত্যাধিক পরিমাণে গরম বেশি থাকার কারণে সামগ্রিকভাবে অনেকেই অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলছেন। আর সেই কারণেই নাকি সরষের তেলের ব্যবহার কিছুটা হ্রাস পেয়েছে। যার প্রভাব সরাসরি পড়েছে তেলের বাজারে।
ভোজ্য তেলের দামে বিরাট পতন
ফলত সরষের তেলের দামে ফের পতন দেখা গিয়েছে। সূত্রের খবর, বেশ কিছু এলাকায় সর্ষের তেলের দাম ১৪০ টাকা প্রতি লিটারে৷ আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক কোথায় কোন বাজারে সর্ষের তেলের দাম কত হয়েছে লিটার প্রতি৷
আরও পড়ুনঃ ফের খুলল কপাল, আবারও বাড়ল DA! ১৬% মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা রাজ্য সরকারের
প্রসঙ্গত দামের তারতম্যের হিসেব দেখলে জানা যায় আগরায় সর্ষের তেলের দাম অনেকটাই কমে গিয়েছে ৷ সেখানে লিটার প্রতি সর্ষের তেলের দাম ১৪০ টাকা ৷ আলিগড়ে সর্ষের তেলের দাম লিটার প্রতি ১৩৮ টাকা হয়েছে ৷ অন্যদিকে গাজিয়াবাদে সর্ষের তেলের দাম ১৪২ টাকা লিটার পিছু ৷ এমনকি সাহানাপুরেও সর্ষের তেলের দাম ১৩৮ লিটার প্রতি ৷