ইন্ডিয়া হুড ডেস্কঃ লোকসভা নির্বাচনের ফলাফল সামনে এসেছে গতকাল। এবারের নির্বাচনে দেখা গিয়েছে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মঙ্গলবার ভোটের ফলাফলের প্রভাব পড়েছে শেয়ারবাজারের ওপর। গত চার বছরের মধ্যে গতকালই সবচেয়ে বড় পতন দেখা যায়। আর এই পতনের কারণে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ কোটি টাকা! বিভিন্ন PSU এবং ব্যাঙ্কিং স্টকে বড় পতন দেখা গিয়েছে।
বাজারের এমন পতনের কারণে আদানি গ্রুপের শেয়ারের দাম পড়েছে ২০%, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ৩০০০ এর নিচে নেমে গিয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন আদানি-আম্বানির মতো বড় বড় ব্যবসায়ীরা। কিন্তু শুধু কি তাই? তার সাথে বড় ক্ষতির মুখ পড়েছে বিনিয়োগকারীরাও। মুকেশ আম্বানির ক্ষতির পরিমাণ ৮.৯৯ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৭৫,০৭৯ কোটি টাকা। সেখানে আদানির মোট ক্ষতির পরিমাণ ২৪.৯ বিলিয়ন ডলার বা ২,০৭,৯৪১ কোটি টাকা।
বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আদানি আম্বানিকে। অথচ তার একদিন আগেই এক্সিট পোলের ফলাফল দেখে বাজারের উত্থান হয়েছিল ২,৫০০ পয়েন্ট। সেই বৃদ্ধি হওয়ার সাথে সাথেই আদানি গ্রুপের সম্পদ বাড়ে ১১ বিলিয়ন ডলার। সম্পদ বাড়ার সাথে বিশ্বজুড়ে বিলিয়নিয়ারদের তালিকায় ১১ নম্বর স্থানে উঠে আসেন গৌতম আদানি। কিন্তু মঙ্গলবার ভোটের ফলাফল আসতেই বাজার একপ্রকার ক্র্যাশ করে যায়। আর তাই বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হতে হয়।
আরও পড়ুনঃ নীতীশ-নায়ডুকে ছাড়া NDA সরকার গঠন সম্ভব? নয়া সমীকরণে ঘুম উড়ল সবার
বাজারের পতনের কারণে আদানির রেকর্ড পরিমাণ সম্পত্তি কমেছে। আর তাই ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের তালিকায় নীচে নেমে গিয়েছেন গৌতম আদানি। তিনি ১১ স্থান থেকে নেমে এসেছেন ১৫ নম্বর স্থানে। আদানি নীচে নেমে যাওয়াতে আবারো ১২ তম স্থান থেকে ১১ নম্বরে ওঠে যান মুকেশ আম্বানি। যদিও তারও সম্পদ কমেছে। কিন্তু আদানির যে পরিমাণ ক্ষতি হয়েছে তার পরিমাণ অনেকটাই বেশি।