ইন্ডিয়া হুড ডেস্কঃ উৎসবের আবহে এবার কপাল পুড়ল রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীর। বেতন আটকে গেল বহু সরকারি কর্মীর। হ্যাঁ ঠিকই শুনেছেন। সম্প্রতি সরকারি কর্মীদের কাছ থেকে সম্পত্তির হিসেব চেয়ে পাঠিয়েছিল সরকার। এর জন্য একটি সময়সীমাও অবধি বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সময় মতো সেই তথ্য না দেওয়া বেতন আটকে গেল লক্ষ লক্ষ সরকারি কর্মীর।
বেতন আটকে গেল কর্মীদের
আসলে সম্পত্তির বিবরণ জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হয়েছিল। ৩১ আগস্টের মধ্যে সরকারি কর্মীদের ‘মানবসম্পদ’ পোর্টালে কর্মীদের নিজের সম্পত্তির হিসেব সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সময় মতো সেই কাজ হয়নি। ফলে যোগী সরকার রাজ্যের ২.৫ লক্ষ কর্মচারীর আগস্টের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এর আগে স্বরাষ্ট্র দফতরকে চিঠি দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশের সদর দফতর। চিঠিতে সম্পত্তির বিবরণ দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছিল। পুলিশকর্মীদের জন্য আরও কিছুটা সময় চেয়ে নিয়োগ দফতরকে চিঠি দিয়েছে ডিজিপি সদর দফতর। ৩১ অগস্টের মধ্যে পোর্টালে সম্পত্তির তথ্য দেওয়ার কথা ছিল। উৎসব ও পুলিশ নিয়োগ পরীক্ষার কারণে অনেক পুলিশ কর্মী সময়মতো তাদের সম্পত্তির বিবরণ দিতে পারেননি। ফলে সেই টাকা আটকে গিয়েছে কর্মীদের।
আগস্টের টাকা ক্রেডিট হল না ব্যাঙ্কে
অর্থাৎ আগস্ট মাসের টাকা আর ক্রেডিট হল না ব্যাঙ্কে। উত্তরপ্রদেশে যোগী সরকারের কড়া নির্দেশ সত্ত্বেও ২ লক্ষ ৪৫ হাজার কর্মী হিউম্যান এস্টেট পোর্টালে তাঁদের সম্পত্তির বিবরণ দেননি। বিভাগ থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী এখন এই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভাগটি এই কর্মচারীদের আগস্টের বেতন বন্ধ করে দিয়েছে।
আরও পড়ুনঃ ভ্রমণের মজা হবে চারগুণ, দার্জিলিংয়েও তৈরি হচ্ছে ‘স্কাইওয়াক’, কোথায় জানেন?
বিভাগটি রাজ্য কর্মচারীদের ৩১ আগস্টের মধ্যে মানব সম্পদ পোর্টালে বাধ্যতামূলকভাবে স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তা সত্ত্বেও, সমস্ত কর্মচারী তাদের সম্পত্তির বিবরণ অনলাইনে রাখেননি। তথ্য অনুযায়ী, মাত্র ৭১ শতাংশ কর্মচারী পোর্টালে তাদের সম্পত্তির বিবরণ দিয়েছেন। এই বিষয়ে মন্ত্রী দানিশ আজাদ আনসারি বলেন, ‘সরকারের অন্দরে যাতে আরও স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনা যায়, সেজন্য এই পদক্ষেপ করা হয়েছে।’