মিলবে ২৫০০০! পুজোর আগে নয়া বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের, মালামাল হবেন কর্মীরা

Published on:

Group Insurance Scheme,Government Of West Bengal,Employee,Pension,General Provident Fund

ইন্ডিয়া হুড ডেস্ক: চলতি বছর লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের সরকারী কর্মীদের সৌভাগ্যের দরজা যেন খুলে গিয়েছে। একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে রাজ্য সরকার। DA বৃদ্ধি থেকে শুরু করে বেতন বৃদ্ধি সবকিছুই করা হয়েছে। আর এই আবহে পুজোর আগে আরও এক নয়া চমক নিয়ে হাজির হতে চলেছে রাজ সরকার। কিন্তু সেটা কি আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন।

কয়েকদিন আগেই রাজ্যের প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের পক্ষ থেকে সকল সরকারি কর্মীদের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা তাঁদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বাৎসরিক রিপোর্ট শুধুমাত্র অনলাইনেই দেখতে পারবেন। কোনও হার্ড কপি দেওয়া হবে না। এতদিন এই GPF সম্পর্কিত বাৎসরিক রিপোর্ট স্টেটমেন্টের মাধ্যমে বুঝতে পারতেন। তবে এবার থেকে এই রিপোর্ট অনলাইনে যখন খুশি দেখে নিতে পারবেন কর্মীরা।

WhatsApp Community Join Now

সরকারী কর্মীদের উদ্দেশে জারি করা হল নয়া বিজ্ঞপ্তি

গত ৬ আগস্ট রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ দফতরের তরফ থেকে। আর এবার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের দেখানো পথেই সরকারি কর্মচারীদের গ্রুপ ইনস্যুরেন্স সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করেছে। আসলে গ্রুপ ইনস্যুরেন্সের জন্য প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর বেতন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়ে থাকে। আর সেই টাকা পরবর্তীকালে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মীদের অবসর গ্রহণের সময়ে দেওয়া হয়ে থাকে। আর এই পরিস্থিতিতে কর্মীদের গ্রুপ ইনস্যুরেন্সে ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কত টাকা সুদ দেওয়া হবে, সেই সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করেছে রাজ্য সরকারের অর্থ দফতর।

গ্রুপ ইনস্যুরেন্স সম্পর্কিত নয়া নিয়ম!

সূত্রের খবর, সম্প্রতি রাজ্য সরকার গ্রুপ ইনস্যুরেন্স সম্পর্কিত যে টেবিল প্রকাশ করেছে তাতে প্রতি ইউনিট সাবস্ক্রিপশন ১০ টাকা করে বাড়ানো হয়েছে। আসলে GPF-এর সুদের হারের সমান সুদ দেওয়া হয় সরকারী কর্মীর গ্রুপ ইনস্যুরেন্সে। এই আবহে তাই বর্তমানে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে গ্রুপ ইনস্যুরেন্সে। সেক্ষেত্রে যদি কোনো কর্মী ১৯৮৭ সালে চাকরিতে যোগ দিয়ে থাকেন এবং ২০২৪ সালের অক্টোবরে অবসর গ্রহণ করতে চলেছেন, তাহলে গ্রুপ ইনস্যুরেন্স বাবদ তিনি পেয়ে যাবেন ২৪,৮৯৬.৩৩ টাকা মতো। এছাড়া ১৯৮৮ সালে যদি কোনো কর্মী কাজে যোগ দেন এবং চলতি বছর অক্টোবরে অবসর নেন, তাহলে মিলবে ২২২৫৯.০৩ টাকা, ১৯৮৯ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১৯৮৭৩.৪০ টাকা।

আরও পড়ুনঃ ট্রাফিক পুলিশ যদি চালান কাটে দিতে হবে না ফাইন, শুধু মেনে চলুন এই সহজ উপায়

অন্যদিকে আবার ১৯৯০ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১৭৭৫০.০৯ টাকা, ১৯৯১ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১৫৮৬২.৫০ টাকা। পাশাপাশি ১৯৯২ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১৪১৮৭.৬০ টাকা, ১৯৯৩ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১২৭০৪.১২ টাকা। ১৯৯৫ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১১৩৮০.১৫ টাকা। এছাড়া ১৯৯৫ সালে কোনো কর্মী যদি যোগ দেন তাহলে তাঁরা পাবেন ১০২০৫.০৬ টাকা। ফলে এবার সরকারী কর্মীদের পুজোর আগেই কপাল খুলতে চলেছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন