আজ বৃহস্পতিবার। আজও রাজ্যে তুঙ্গে সোনার দাম। এদিকে বিয়ের মরশুমে সাধারণ মানুষের মাথায় হাত। ক্রমেই দাম বেড়েই চলেছে। এদিকে বিনিয়োগ এর প্রসঙ্গ আসলে সোনা ও রুপোর সঠিক দাম জানা জরুরী। কারণ দেশীয় টাকা ও ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং দেশের অভ্যন্তরে থাকা বাজার অনুযায়ী ঠিক হয় সোনার দাম (Gold Price)। এক নজরে আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক আজকে দেশের 4 মেট্রোপলিটন শহর কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে সোনার দাম কত।
একনজরে 4 মেট্রোপলিটন শহরের সোনার দাম
কলকাতা
22 ক্যাঃ 10 গ্রাম সোনার দাম
- আজকের দাম – 71,000 টাকা
- গতকালের দাম – 70550 টাকা
- দাম বেড়েছে – 450 টাকা
24 ক্যাঃ 10 গ্রাম সোনার দাম
- আজকের দাম- 74,700 টাকা
- গতকালের দাম- 74,200 টাকা
- দাম বেড়েছে- 500 টাকা
চেন্নাই
22 ক্যাঃ 10 গ্রাম সোনার দাম
- আজকের দাম – 68,350 টাকা
- কালকের দাম – 68,700 টাকা
- দাম কমেছে- 350 টাকা
24 ক্যাঃ 10 গ্রাম সোনার দাম
- আজকের দাম – 74,560 টাকা
- গতকালের দাম – 74,950 টাকা
- দাম কমেছে – 390 টাকা
দিল্লি
22 ক্যাঃ 10 গ্রাম সোনার দাম
- আজকের দাম – 67,800 টাকা
- কালকের দাম – 68,100 টাকা
- দাম কমেছে – 300 টাকা
24 ক্যাঃ 10 গ্রাম সোনার দাম
- আজকের দাম- 73,950 টাকা
- কালকের দাম- 74,280 টাকা
- দাম কমেছে – 330 টাকা
মুম্বই
22 ক্যাঃ 10 গ্রাম সোনার দাম
- আজকের দাম- 67,650 টাকা
- কালকের দাম – 67,950 টাকা
- দাম কমেছে -300 টাকা
24 ক্যাঃ 10 গ্রাম সোনার দাম
- আজকের দাম- 73,800 টাকা
- কালকের দাম – 74,130 টাকা
- দাম কমেছে- 330 টাকা
প্রসঙ্গত, আজ কলকাতা শহরে সোনার দাম বিরাট পরিবর্তন হওয়ার পাশাপাশি ধূসর ধাতু রূপোর দামও বেশ পরিবর্তিত হয়েছে। আজ কলকাতায় 1 কেজি খুচরো রুপোর দাম (Silver Price) 84,200 টাকা এবং 100 গ্রাম খুচরো রুপোর দাম 8420 টাকা। কেজির হিসেবে যা গতকালের তুলনায় 600 টাকা বেশি। কলকাতায় রুপোর দাম পরিবর্তন হলেও দেশের তিন মেট্রোপলিটন শহর দিল্লি, মুম্বই এবং চেন্নাইতে অপরিবর্তিত রুপোর দাম। রাজধানী দিল্লি ও মুম্বইতে 100 গ্রাম রুপোর দাম 8650 টাকা। এবং 1 কেজি রুপোর দাম 86,500 টাকা। যা গতদিনের তুলনায় অপরিবর্তিত। তেমনই অন্যদিকে দেশের অন্যতম মেট্রোপলিটন শহর চেন্নাইতে 100 গ্রাম রুপোর দাম 9000 টাকা। এবং 1 কেজি রুপোর দাম 90,000 টাকা। যা গতদিনের দামের তুলনায় অপরিবর্তিত।