ইন্ডিয়া হুড ডেস্ক: ভারতবর্ষের অন্যতম বড় IT কোম্পানি গুলির মধ্যে অন্যতম হল ইনফোসিস। কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান করেছে এই সংস্থা। তবে শুধু যে চাকরি দেওয়ার ব্যবস্থা আছে তা কিন্তু নয় এর পাশাপাশি পড়ুয়াদের জন্যও স্কলারশিপও দিয়ে থাকে ইনফোসিস। আসলে এর প্রধান উদ্দেশ্য হল সমাজের সর্বস্তরের পিছিয়ে পড়া ছাত্রছাত্রী এবং মানুষদের পাশে দাঁড়ানো। একইভাবে শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে এই ফাউন্ডেশন স্কলারশিপ দেয় প্রতিবছর। এই স্কলারশিপের অর্থমূল্য ১ লক্ষ টাকা। তাই দেরি না করে আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক এই স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত।
কী কী যোগ্যতা প্রয়োজন?
- আবদেনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই মহিলা শিক্ষার্থী হতে হবে।
- শিক্ষার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগের গণিত, ইঞ্জিরিয়ারিং টেকনোলজি, সাইন্স বিষয়ক যে মেডিক্যাল সংক্রান্ত স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
- রেজাল্টে CGPA অবশ্যই ৭ এর উপরে থাকতে হবে।
- অন্য কোনো বৃত্তির জন্য আবেদন করা যাবে না।
- আবেদনকরী শিক্ষার্থীর পারিবারিক আয় ৮ লক্ষ টাকার নিচে হতে হবে।
প্রয়োজনীয় তথ্য
- উচ্চমাধ্যমিকের রেজাল্ট
- পারিবারিক আয়ের শংসাপত্র
- আধার কার্ড
- প্যান কার্ড
- ভোটার কার্ড
- নতুন শিক্ষাবর্ষের ভর্তির প্রমাণ বা কোর্সের পেমেন্টের রশিদ
- JEE/CET/NEET এর স্কোর কার্ড
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- ব্যাঙ্ক অ্যাকাউন্টার প্রথম পৃষ্ঠা
অনলাইনে আবেদনের পদ্ধতি
- এই স্কলারশিপে আবেদন করতে হলে প্রথমে Buddy4Study পোর্টালের যেতে হবে। সেখানে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Infosis Foundation Stem Star Scholarship 2024-25’ এ ক্লিক করতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন করার জন্য আবেদনকারীর নাম, ইমেল আইডি ও ফোন নম্বর দিতে হবে।
- রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই লগ ইন করে নিতে হবে।
- এরপর আবেদনকারীর ফর্মে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে পূরণ করে নিতে হবে। যে সকল ডকুমেন্টস আপলোড করার জন্য বলা হবে সেগুলি সঠিকভাবে আপলোড করে নিতে হবে।
- আপলোড করা সমস্ত তথ্য ভালো করে চেক করে সাবমিট বাটনে ক্লিক করে নিতে হবে।
- আবেদন সাবমিট করে দিলে যে অডিশনের ফর্মটি দেখতে পাওয়া যাবে সেটা প্রিন্ট আউট করে নিতে হবে।
বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন