ইন্ডিয়া হুড ডেস্ক: দিনের পর দিন প্রয়োজনীয় দ্রব্যাদির দাম অত্যাধিক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ নিম্ন ও মধ্যভিত্তদের জীবনে নেমে এসেছে মহা দুর্যোগ। তার উপর গ্যাস সিলিন্ডারের চড়া বৃদ্ধিতে রীতিমত নাকানি চুবানি খেতে হচ্ছে সকলকে। আর এই আবহেই এবার রাজ্যবাসীকে খানিক স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
গতকাল অর্থাৎ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানে নগরোন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন যে, ‘লাডলি বহনা’ যোজনার আওতায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেক উপভোক্তাকে ৪৫০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার প্রদান করা হবে। বর্তমানে মধ্যপ্রদেশে যেখানে ১৪.২ কেজি প্রতিটি গ্যাস সিলিন্ডারের দাম ৮৪৮ টাকা। তার মধ্যে ৪৫০ টাকা দিতে হবে বোনেদের। আর বাকি টাকা অর্থাৎ ৩৯৮ টাকা দেবে রাজ্য সরকার।
অর্ধেক দামে মিলবে এখন রান্নার গ্যাস!
তাছাড়াও উজ্জ্বলা যোজনার আওতায় যাঁরা আছেন, তাঁরা প্রতিটি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি প্রদান করা হয়। অর্থাৎ কলকাতায় যদি উজ্জ্বলা যোজনার আওতায় থাকেন, তাহলে তিনি ৫২৯ টাকায় ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন। দিল্লির ক্ষেত্রে সেই অঙ্কটা হবে ৫০৩ টাকা। মুম্বই এবং চেন্নাইয়ের ক্ষেত্রে যথাক্রমে ৫০২.৫ টাকা এবং ৫১৫.৫ টাকা পড়বে। বর্তমানে, কলকাতায় ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৮২৯ টাকা। পাশাপাশি দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে ১৪.২ কেজি প্রতিটি গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে ৮০৩ টাকা, ৮০২.৫ টাকা এবং ৮১৮.৫ টাকা পড়ছে।
আরও পড়ুনঃ বেতন সহ ভাতা বৃদ্ধির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, লটারি লাগল এই কর্মীদের
প্রসঙ্গত, লাডলি বহনা যোজনার অধীনে, রাজ্যের লক্ষাধিক মহিলাকে রাজ্য সরকার প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে ১২৫০ টাকা দিয়ে থাকেন। তবে এবার রাখি বন্দনের কারণে সরকার অতিরিক্ত ২৫০ টাকা দেবে। সূত্রের খবর মধ্যপ্রদেশে লাডলি বহনা যোজনা শুরু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। যা ২০২৩ সালের বিজেপির রেকর্ড জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।