সময় বাকি আছে মাত্র ১ মাস! তারপরই লক্ষ লক্ষ গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে! কপালে পড়ল চিন্তার ভাঁজ। নতুন অর্থবর্ষ শুরু হওয়ার পর প্রতিটি ব্যাঙ্কে নানা নিয়ম পরিবর্তন হয়েছে। কোনও ব্যাঙ্কে বেড়েছে সুদের হার তো আবার কোনও ব্যাঙ্ক চালু করেছে বয়স অনুযায়ী নানা সেভিংস স্কিম। তবে এবার দেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল গ্রাহকদের উদ্দেশে নিল এক কড়া পদক্ষেপ। যা শুনলে চমকে উঠবেন আপনিও।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হল দেশের সরকারি ব্যাঙ্কগুলির তালিকায় থাকা অন্যতম বৃহত্তম ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের গ্রাহকের সংখ্যা বিপুল। তবে এবার সেই গ্রাহকদের উদ্দেশে এক কড়া ব্যবস্থা নিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই ব্যাঙ্কে এমন বহু গ্রাহক রয়েছেন যারা দীর্ঘদিন ধরে তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় অবস্থায় ফেলে রেখে দিয়েছে। এমনকি লেনদেনের কোনও প্রক্রিয়াও করা হচ্ছে না। এবার এই ধরনের অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে PNB।
জানা গিয়েছে এই নিষ্ক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অনেক সময় ব্যবহার করা হয় বেআইনি কাজের জন্য। তাই এই ধরনের বেআইনি কাজ ও দুর্নীতি রোধের জন্য এবার বড় সিদ্ধান্ত নিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। গত তিন বছর ধরে যে অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হয়নি সেগুলি এবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।
কোন কোন অ্যাকাউন্ট বন্ধ করা হবে?
ডিম্যাট অ্যাকাউন্ট, এসআই (স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন), লকার অ্যাকাউন্ট, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার অ্যাকাউন্ট।
কোন কোন অ্যাকাউন্টগুলো বন্ধ হবে না?
পিএমএসবিওয়াই, এপিওয়াই, ডিবিটি ইত্যাদির করাণে খোলা অ্যাকাউন্ট বন্ধ করা হবেনা ৷ আদালত, আয়কর দফতরের পক্ষ থেকে ফ্রিজ করা অ্যাকাউন্ট বন্ধ করা হবে না ৷
অন্যদিকে দেশের অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্ক ICICI ব্যাঙ্ক ভারতে UPI পেমেন্টের জন্য আন্তর্জাতিক মোবাইল ফোন নম্বর ব্যবহারের ক্ষেত্রে সুযোগ দিয়েছে। অর্থাৎ এখন থেকে যেকোনো প্রবাসী অ্যাকাউন্ট UPI পেমেন্ট করলে নিজের ব্যাঙ্কের সঙ্গে তাঁর আন্তর্জাতিক নম্বর রেজিস্টার্ড করতে পারবে। লাগবে না ভারতীয় মোবাইল নম্বর ৷