কলকাতাঃ সেভিংস অ্যাকাউন্ট হলো এমন একটি ব্যাঙ্কিং সুবিধা যার মাধ্যমে গ্রাহকরা তাদের সঞ্চিত অর্থ নিরাপদে রাখতে পারেন এবং এর উপর নির্দিষ্ট হারে সুদ পান। ভারতে সেভিংস অ্যাকাউন্ট অত্যন্ত জনপ্রিয়। কারণ এছাড়া এই ধরণের অ্যাকাউন্টে নূন্যতম কিছু ব্যালেন্স রেখেও ব্যাঙ্কিং সুবিধা পাওয়া যায়। পাশাপাশি, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধাও পাওয়া যায় সেভিংস অ্যাকাউন্টে।
সম্প্রতি, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তাদের গ্রাহকদের জন্য সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত একটি নিয়মের পরিবর্তন করেছে। এছাড়াও ভারতের অন্যতম জনপ্রিয় এই সরকারি ব্যাঙ্ক আগামী ১ অক্টোবর, ২০২৪ থেকে লকার চার্জ এবং একাধিক নিয়মেও পরিবর্তন আনতে চলেছে। ব্যাঙ্কের গ্রাহকদের এই পরিবর্তনগুলির সাথে দ্রুত অভ্যস্ত হতে হবে। তাহলে দেরি না করে নতুন লকার চার্জ সহ PNB-র পরিবর্তিত নিয়মগুলি সম্পর্কে জেনে নিন।
সেভিংস অ্যাকাউন্টে নতুন নূন্যতম ব্যালেন্স সীমা
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যেকোনো সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স না থাকলেই প্রতি ত্রৈমাসিকে একটি টাকা কাটা হয় জরিমানা হিসেবে। এই জরিমানা বাঁচাতে গ্রামীণ এলাকায় নূন্যতম ৫০০ টাকা, সেমি আরবান এলাকায় নূন্যতম ১,০০০ টাকা এবং শহর ও মেট্রো এলাকায় নূন্যতম ২,০০০ টাকা ব্যালেন্স রাখতেই হবে সেভিংস অ্যাকাউন্টে।
বাড়ছে PNB-র লকার ভাড়া
(১) ছোট লকার: গ্রামীন ছোট লকারের ভাড়া ১,০০০ টাকা, সেমি আরবান এলাকায় এই ভাড়া ১,২৫০ টাকা এবং শহর ও মেট্রো এলাকায় এই ভাড়া ২,০০০ টাকা
(২) মাঝারি লকার: গ্রামীণ এলাকায় ভাড়া ২,২০০ টাকা, সেমি আরবান এলাকায় ২,৫০০ টাকা এবং শহর ও মেট্রো এলাকায় ৩৬০০ টাকা।
(৩) বড় লকার: গ্রামীণ এলাকায় ভাড়া ২,৫০০ টাকা, সেমি আরবান এলাকায় ৩,০০০ টাকা এবং শহর ও মেট্রো এলাকায় ৫,৫০০ টাকা।
(৪) অতিরিক্ত বড় লকার: গ্রামীণ এলাকায় ৬,০০০ টাকা, সেমি আরবান এলাকায় ৬,০০০ টাকা এবং শহর ও মেট্রো এলাকায় ৮,০০০ টাকা চার্জ পড়বে।
(৫) সবচেয়ে বড় লকার: গ্রামীণ, সেমি আরবান এবং শহর ও মেট্রো এলাকায় এই লকারের জন্য ১০ হাজার টাকা করে ভাড়া দিতে হবে।
চেক রিটার্ন হলে কত টাকা চার্জ কাটবে PNB?
(১) ইনওয়ার্ড রিটার্নিং চার্জ: সেভিংস অ্যাকাউন্টে এক অর্থবহ অপর্যাপ্ত ব্যালেন্স থাকলে এবং প্রথম ৩টি চেক রিটার্ন হলে চার্জ বাবদ কাটা হবে ৩০০ টাকা। চতুর্থ চেক রিটার্নে এই চার্জ ১০০০ টাকা।
(২) অন্যান্য কারণে চেক রিটার্ন হলে: অপর্যাপ্ত ব্যালেন্স ছাড়া অন্য কারণে চেক রিটার্ন হলে সেক্ষেত্রে চার্জ কাটা হবে ১০০ টাকা। তবে টেকনিক্যাল ত্রুটির কারণে চেক রিটার্ন হলে কোনো চার্জ কাটা হবে না।