ইন্ডিয়া হুড ডেস্কঃ সম্প্রতি বিভিন্ন মেয়াদের ক্ষেত্রে FD অর্থাৎ ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। SBI এর নতুন নিয়ম লাগু হয়েছে ১৫ মে থেকে। ব্যাংকের তরফে জানানো হয়েছে যে, ২ কোটি টাকার নিচের বেশ কয়েকটি মেয়াদের জন্য সুদের হার বাড়ানো হয়েছে। সাধারণ গ্রাহক ছাড়া এক্ষেত্রে সুবিধা পাবেন প্রবীণ গ্রাহকরাও। তাহলে চলুন দেখে নেওয়া যাক কত দিনের মেয়াদে অতিরিক্ত সুদ কত মিলবে।
সাধারণের ক্ষেত্রে :-
১) ৭ দিন থেকে ৪৫ দিন: সুদের হারে কোনো পরিবর্তন নেই, আগের মতো একই ৩.৫ শতাংশ থাকছে।
২) ৪৬ দিন থেকে ১৭৯ দিন: এক্ষেত্রে আগে সুদের হার ছিল ৪.৭৫%, এবার সেটাই ০.৭৫% বেড়ে হয়েছে ৫.৫%।
৩) ১৮০ দিন থেকে ২১০ দিন: সুদের হার বেড়েছে ০.২৫%, বর্তমানে সুদের হার ৬%।
৪) ২১১ দিন থেকে ১ বছরের কম: এক্ষেত্রেও সুদের হার বেড়েছে ০.২৫%, আগের ৬% থেকে বেড়ে এবার হয়েছে ৬.২৫%।
এর ওপরের মেয়াদে অর্থাৎ ১ বছরের বেশি যেকোন মেয়াদের জন্যই সুদের হারে কোনো পরিবর্তন করা হয়নি।
প্রবীণ নাগরিকদের জন্য :-
১) ৭ দিন থেকে ৪৫ দিন: সুদের হার অপরিবর্তিত, আগের মতই ৪% থাকছে।
২) ৪৬ দিন থেকে ১৭৯ দিন: সুদের হার বাড়ছে ০.৭৫ শতাংশ, বর্তমানে এই মেয়াদে সুদ মিলবে ৬%।
৩) ১৮০ দিন থেকে ২১০ দিন: সুদের হার বেড়েছে ০.২৫%। ৬.৫ শতাংশ হারে সুদ মিলবে এই সময়ের মধ্যে।
৪) ২১১ দিন থেকে ১ বছরের কম: একইভাবে এক্ষেত্রেও সুদের হার বাড়ানো হয়েছে ০.২৫%। বর্তমানে সুদের হার বেড়ে হয়েছে ৬.৭৫%।
১ বছরের ঊর্ধ্বে অন্যান্য সমস্ত মেয়াদের জন্য সুদ অপরিবর্তিত রয়েছে। এছাড়া স্টেট ব্যাংকের রয়েছে বিশেষ FD স্কিম ‘অমৃত কলশ’। সেখানে সাধারণ নাগরিক পাবেন ৭.১% হারে সুদ, প্রবীণরা পেয়ে যাচ্ছেন ৭.৬%।