প্রতিমাসে ঘরে বসে পাবেন ২০ হাজার টাকা! পোস্ট অফিসের এই অ্যাকাউন্ট খুললেই লাভে লাভ

Published on:

post-office

ইন্ডিয়া হুড ডেস্ক: কম বিনিয়োগে বেশি সুবিধা পেতে কে না চায়। যদি সুদের হার আরও বেশি হয় সেক্ষেত্রে সোনায় সোহাগা। কিন্তু বর্তমানে দুর্মূল্যের বাজারে সেই সম্ভাবনা বা সেই আশার আলো ক্রমেই নিম্নমুখী হচ্ছে জনসাধারণের কাছে। তার উপর সকলের কর্ম ভাগ্যে লেখা নেই সরকারি চাকরি। তাই শেষ বয়সে পেনশন পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে চিন্তা নেই। সাধারণের কথা চিন্তা করেই পোস্ট অফিস নিয়ে এসেছে এক দুর্দান্ত স্কিম অফার নিয়ে। যা বিস্তারিত জানলে চমকে উঠবেন আপনিও।

চাকরি অবসর পরবর্তী সময়ে বয়স্কদের জন্য সঞ্চয় বৃদ্ধি করা খুব জরুরি হয়ে যায়। বিশেষ করে প্রাইভেট কোম্পানিতে যাঁরা কাজ করতেন কিংবা যাঁদের নিজস্ব ব্যবসা ছিল। কিন্তু সে সব নিয়ে চিন্তা নেই। কারণ প্রবীণ নাগরিকদের জন্য নিয়ে আসা হয়েছে একটা বড় উপায়। আর সেটি হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম।

WhatsApp Community Join Now

কী এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম?

২০০৪ সালে ভারত সরকার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম চালু করেছিলেন। এই স্কিমটি শুধুমাত্র অবসরপ্রাপ্ত সাধারণ প্রবীণ নাগরিকের বৃদ্ধ বয়সে একটি মাসিক ইনকামের উৎস হিসেবে চালু করা হয়েছে। উদ্দেশ্য হল বৃদ্ধকালে নিরাপত্তা প্রদান করা। এটি সম্পূর্ণ নিরাপদ বিনিয়োগ এবং ঝুঁকিবিহীন সুনিশ্চিত রিটার্ন করে।

আবেদনের শর্ত

  • সাধারণত 60 বছরের ঊর্ধ্বে যেকোনো ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  • অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি ৫৫ বছরের বেশি বয়সে অবসর নিয়ে থাকেন কিন্তু ব্যক্তির বয়স ৬০ বছরের নীচে হয় সেক্ষেত্রেও কয়েকটি শর্ত মেনে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  • যদি কোনো ব্যক্তি ভারতীয় সৈনিক হিসেবে কাজ করে থাকেন তবে তিনি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এর সুবিধা ৫০ বছরের পরেই পেতে পারেন।
  • এই অ্যাকাউন্ট আবেদনকারী এককভাবে বা যৌথভাবে খুলতে পারবেন।

সুদের হার

এই স্কিমের সুদ সরকার ২০২৪-এর ১ জানুয়ারি থেকে বৃদ্ধি করে ৮.২% করেছে। অর্থাৎ এই স্কিমের মারফৎ মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত সুদ পাওয়া যায়। ন্যূনতম এই স্কিমে ১০০০ টাকা বিনিয়োগ করা যাবে। এবং সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে।

আরও পড়ুনঃ থাকা, খাওয়া IRCTC-র! সস্তায় কেদারনাথ ভ্রমণের দুর্দান্ত সুযোগ, কত টাকা লাগবে?

সূত্রের খবর, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এর ম্যাচুরিটি পাঁচ বছর পর্যন্ত। কিন্তু যদি আবেদনকারী মেয়াদ পূর্ণ হওয়ার আগেই টাকা তুলতে চান তাহলে সেক্ষেত্রে পেনাল্টি দিয়ে টাকা তুলতে পারবেন। কিন্তু কোনো দুর্ঘটনায় আবেদনকারীর মৃত্যু হয়, তাহলে সেই স্কিমে যদি নমিনি করা থাকে তাহলে নমিনি চাইলে অ্যাকাউন্টটি চালাতে পারে কিন্তু সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট দেওয়া হবে সেভিংস অ্যাকাউন্ট এর ইন্টারেস্টে রেট হিসেবে। আর যৌথ অ্যাকাউন্ট থাকলে সঙ্গে থাকা ব্যক্তির বয়স ৬০ এর ওপর থাকলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ইন্টারেস্ট রেট অনুযায়ী চলবে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন