ফিক্সড ডিপোজিটে ৭.৯% সুদ, গ্রাহকদের জন্য বাম্পার অফার চালু এই ব্যাঙ্কে

Updated on:

Bank of Baroda

ইন্ডিয়া হুড ডেস্ক: বর্তমানের পরিস্থিতির কথা মাথায় রেখেই বেশিরভাগ সাধারণ মানুষ ভবিষ্যৎ সঞ্চয়ের বিষয়ে বরাবরই ফিক্সড ডিপোজিট এর উপর নির্ভরশীল থাকে। কারণ মাঝে মধ্যেই শেয়ার বাজারে বা স্টক মার্কেটে একের পর এক ওঠা পড়া লেগেই রয়েছে। তাই সেই অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে অনেকেই এই ধরনের স্কিম থেকে নিজেকে সরিয়ে রাখে। তাইতো এই ফিক্সড ডিপোজিটকে টার্গেট করে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি নানা স্কিম চালু করছে। সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদাও গ্রাহকদের জন্য এক নয়া ফিক্সড ডিপোজিট স্কিম চালু করছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

সূত্রের খবর, বিশেষ ফিক্সড ডিপোজিট বা FD স্কিম চালু করল ব্যাঙ্ক অফ বরোদা। এবং এই বিশেষ স্কিমটির নাম হল ‘ব্যাঙ্ক অফ বরোদা মনসুন ধামাকা স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম’। এই স্কিমের নিয়ম অনুয়ায়ী দুটি ভাবে আমানত পাবে। অর্থাৎ ৩৩৩ দিনের মেয়াদের ক্ষেত্রে ৭.১৫ শতাংশ হারে সুদ মিলবে। অন্যদিকে, যাঁরা ৩৯৯ দিনের মেয়াদের স্পেশাল ফিক্সড ডিপোজিট করবেন, তাঁরা ৭.২৫ শতাংশ সুদ পাবেন বলে ব্যাঙ্ক অফ বরোদার তরফে জানানো হয়েছে।

WhatsApp Community Join Now

লোভনীয় FD স্কিম

অন্যদিকে ‘ব্যাঙ্ক অফ বরোদা মনসুন ধামাকা স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম’-র আওতায় থাকা প্রবীণ গ্রাহকরা দুটি ক্ষেত্রেই অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ পাবে সাধারণ গ্রাহকদের থেকে। অর্থাৎ প্রবীণ গ্রাহকরা ৩৯৯ দিনের মেয়াদে সুদ মিলবে ৭.৭৫ শতাংশ এবং ৩৩৩ দিনের মেয়াদে স্থায়ী আমানতে সুদ মিলবে ৭.৬৫ শতাংশ। কিছুদিন আগে এই একই পন্থা চালু করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI। ‘অমৃত বৃষ্টি’ স্কিমের মাধ্যমে ফিক্সড ডিপোজিটের এই মেয়াদ হবে ৪৪৪ দিনের। এই স্কিমে সাধারণ গ্রাহকরা পাবেন বছরে ৭.২৫ শতাংশ হারে সুদ। এবং প্রবীণ নাগরিকদের ০.৫ শতাংশ বেশি সুদ দেবে ব্যাঙ্ক। অর্থাৎ যাঁরা ষাটোর্ধ্ব তাঁদের ক্ষেত্রে সুদের হার দাঁড়াবে ৭.৭৫ শতাংশ। অর্থাৎ অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ পাবেন৷

আরও পড়ুনঃ ৭ দশক পর বিরাট যোগ শ্রাবণ মাসের প্রথম সোমবারে! ব্যবসা থেকে চাকরি, লাভ হবে ৫ রাশির

শুধু ব্যাঙ্ক অফ বরোদা এবং SBI নয় এইরকমের লোভনীয় স্কিমের সুবিধা দিচ্ছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রও। সেখানে স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম হিসেবে চারটি বিশেষ বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। সেগুলি হল ২০০ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার হল ৬.৯ শতাংশ। ৪০০ দিনের FD- তে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হবে। ৬৬৬ দিনে ফিক্সড ডিপোজিটে ৭.১৫ শতাংশ হারে সুদ মিলবে। আর ৭৭৭ দিনের মেয়াদের FD- তে সুদের হার হল ৭.২৫ শতাংশ।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন