DA তো হলই, এবার বেতনভুক্তদের আরও একটি উপহার বাজেটে! লাভ হবে অনেক টাকার

Published on:

Budget 2024,Nirmala Sitharaman,Standard Deduction,Union Budget 2024,Dearness allowance,2024 Interim-Union budget of India,Budget,Union Budget,Employee

ইন্ডিয়া হুড ডেস্ক: তৃতীয়বার দিল্লির সিংহাসন দখলের পরে প্রথমবার বাজেট পেশ করল NDA সরকার। টানা সপ্তমবারের জন্য আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। স্বাধীন ভারতে এই প্রথম কোনো অর্থমন্ত্রী হিসেবে লাগাতার সপ্তমবারের জন্যে বাজেট পেশ করেছেন। এর আগে মোরারজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে। এদিকে চলতি বছরের পূর্ণাঙ্গ বাজেটে যেমন শরিকদের জন্য একের পর এক উপহারের ডালি সাজানো হয়েছিল একই সঙ্গে মহিলাদের ক্ষমতায়নেও নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এবার এই বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়ে বড় আপডেট সেন উঠে এল।

কী এই স্ট্যান্ডার্ড ডিডাকশন?

নিয়ম অনুযায়ী কোনও কর্মীর স্যালারির আওতায় কোনও অর্থবর্ষে ৫০,০০০ টাকা পর্যন্ত করছাড়ের ক্লেইম করতে পারেন। আর সেটাই হল স্ট্যান্ডার্ড ডিডাকশন। বকেয়া, অগ্রিম বেতন ইত্যাদির ওপর নির্ভর করেই স্ট্যান্ডার্ড ডিডাকশন ক্লেইম করা যায়। ২০১৮ সালের বাজেটে প্রথমবার স্ট্যান্ডার্ড ডিডাকশন চালু করা হয়েছিল। সেইসময় স্ট্যান্ডার্ড ডিডাকশনের মাধ্যমে বেতনভোগীরা বছরে ৪০,০০০ টাকার করছাড়ের সুযোগ নিতে পারতেন। তবে ২০১৯ সালের বাজেটেই বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়। তারপরই আর কোনো পরিবর্তন হয়নি। তবে আজ ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে সেটা বাড়িয়ে ৭৫,০০০ টাকা করা হল।

WhatsApp Community Join Now

ইন্টার্নশিপের ব্যবস্থা কেন্দ্রের

এছাড়াও বেকারত্ব দূরীকরণে তিনটি প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। EPFO-তে অন্তর্ভুক্ত হওয়ার পর প্রত্যেক কর্মীকে এক মাসের বেতন এবং PF এর টাকা দেবে কেন্দ্র। এছাড়াও ইন্টার্নশিপ স্কিম চালু করতে চলেছে কেন্দ্র। মাসে ৫ হাজার টাকা দেওয়া ঘোষণাও করা হয়েছে। যার ফলে উপকৃত হবেন ১ কোটি যুবক-যুবতী। বেড়েছে মুদ্রা লোনের উর্ধ্বসীমা, চালু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ধাঁচে নয়া প্রকল্প।

বাজেটের সূত্রে নির্মলা সীতারমণ জানিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি তৈরির ঘোষণা করতে চলেছে কেন্দ্র। উপকৃত হবে ১ কোটি আমজনতা। মহিলা ক্ষমতায়নের জন্য কর্মরত মহিলাদের জন্য ওয়ার্কিং হস্টেল, বাচ্চাদের রেখে কর্মক্ষেত্রে আসার জন্য ক্রেশের ব্যবস্থা। এছাড়াও মহিলাদের স্ট্যাম্প ডিউটিতে ছাড় দিতে চলেছে কেন্দ্র।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন