ইন্ডিয়া হুড ডেস্কঃ চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন প্রভাবশালী রাজনৈতিক ও অর্থনৈতিক চিন্তাবিদ। একইসঙ্গে তিনি একজন দার্শনিকও ছিলেন। সেই কারণে, কয়েক শতাব্দী পরেও চাণক্য মূলত তাঁর নীতি ও দর্শনের জন্য বিখ্যাত। কারণ চাণক্য নীতি আজকের দিনেও বিশ্বজুড়ে বেশ প্রচলিত। তাঁর দেওয়া নীতি এবং উপদেশগুলি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চাণক্যের নীতিগুলি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিককে নতুন ভাবে ভাবতে শেখায়। এর পাশাপাশি আমাদের জীবনের কিছু মৌলিক প্রয়োজন ও মূল্যবোধকে নতুন করে ভাবতে শেখায় তাঁর উপদেশ। চাণক্য আমাদের এই নীতিগুলি মেনে চলার উপদেশ দেন, যা আমাদের জীবনকে আরও সহজ ও সুন্দর করে তুলতে পারে। চাণক্য নীতিতে তিনটি ক্ষেত্রে লজ্জা না পাওয়ার কথা বলা হয়েছে। জেনে নিন সেই তিনটি ক্ষেত্র সম্পর্কে।
শিক্ষা গ্রহণের ক্ষেত্রে লজ্জা নয়
চাণক্য বলেছিলেন, ‘শিক্ষা যেখানে পাওয়া যায়, সেখান থেকেই গ্রহণ করতে হবে।’ অর্থাৎ, শিক্ষালাভের ক্ষেত্রে কখনো লজ্জা পাওয়া উচিত নয়। যে কোনও বয়সে, যে কোনও পরিস্থিতিতে, শিক্ষা লাভের দরজা খোলা রাখতে হবে। শিক্ষার আলোতে মানুষের জীবন আলোকিত হয়। তাই এতে কোনো লজ্জা পাওয়ার বিষয় নেই। যদি কেউ শিক্ষার জন্য লজ্জা পায়, তবে সেটি তাঁর অগ্রগতির ক্ষেত্রে বাঁধস হয়ে দাঁড়াতে হতে পারে।
খাবার খাওয়ার সময় লজ্জা নয়
চাণক্য বলে গেছেন যে, খিদে পেলে কখনও কারও কাছে খাবার চাইতে লজ্জা পাওয়া উচিত নয়। আমাদের শরীরের প্রয়োজন মেটানোর জন্য খাবার খাওয়া আবশ্যিক। খাবার ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় এবং এটি একটি মৌলিক চাহিদা। তাই, খিদে পেলে খাবার চাইতে পিছুপা হওয়া উচিত নয়।
টাকা চাইতে চাইতে লজ্জা নয়
জীবনের প্রয়োজনে টাকা বা সাহায্য চাওয়া আমাদের সমাজে একটি সাধারণ ঘটনা। চাণক্য বলেন, বিপদে পড়লে বা দরকারে টাকা বা সাহায্য চাইতে কখনও লজ্জা পাওয়া উচিত নয়। কারণ, জীবনযাপনের ক্ষেত্রে অনেক সময়েই অন্যদের সহায়তার প্রয়োজন হতে পারে। এই সহায়তা না চাইলে জীবনে আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হতে পারে।