ইন্ডিয়া হুড ডেস্ক: প্রতি বছর যেমন নাগরিকদের জীবনযাত্রার মান, অর্থনৈতিক সক্ষমতা, স্থিতিশীলতা এবং জীবনযাত্রার ফ্লেক্সিবিলিটির তুলনা করা হয়। তেমনই বিশ্বের প্রতিটি দেশ, রাজ্য এবং জেলার মধ্যেও সবচেয়ে জনবহুল এর তালিকা তৈরি করা হয়। ভারত ২৮টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। আর এই রাজ্যগুলোর মধ্যে যেমন সবচেয়ে ধনী রাজ্য রয়েছে তেমনই সবচেয়ে গরীব রাজ্যও রয়েছে। কিন্তু জানেন কি আমাদের দেশের সবচেয়ে জনবহুল জেলার নাম? কপালে বুঝি চিন্তার ভাঁজ পড়ল? না না, চিন্তা নেই। আজকের প্রতিবেদনের মাধ্যমে সেই জেলার সম্পর্কে জেনে নিন বিস্তারিত।
এইমুহুর্তে সমগ্র বিশ্বজুড়ে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে জনসংখ্যা। শুধু তাই নয়, ২০২৩ সালের গণনা অনুযায়ী আমাদের দেশ বিশ্বে সবচেয়ে জনবহুল দেশ হিসেবে গণ্য হয়েছে। হারিয়ে দিয়েছে চিনকেও। এখন দেখার বিষয় ভারতের মধ্যে কোন জেলা দেশের সবচেয়ে জনবহুল জেলা হিসেবে নথিভুক্ত হয়।
দেশের বৃহত্তম জেলা!
রিপোর্ট অনুযায়ী, ২০১১-র জনগণনা অনুযায়ী আমাদের দেশে মোট ৬৪০ টি জেলা ছিল। কিন্তু, ২০২২-এর অগাস্টের পরিসংখ্যান বলছে অন্য কিছু। সেখানে দেশে জেলার সংখ্যা বেড়ে হয়েছে ৭৬৬। আর সেখানেই উঠে এসেছে আরেক তথ্য। দেশের জনবহুল জেলা হিসেবে নাম তুলেছে থানে। যেটি অবস্থিত মহারাষ্ট্রে।
আরও পড়ুনঃ সন্দেশখালি অতীত, এবার আসছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্ট্রিং ভিডিও! তুলকালাম বাংলায়
আয়তনের দিক থেকে বিচার করলে দেখা গিয়েছে মহারাষ্ট্র হল দেশের তৃতীয় বৃহত্তম রাজ্য। যার আয়তন ৩,০৭,৭১৩ বর্গ কিলোমিটার। এবার সেই রাজ্যেই উঠল আরও একটি মুকুট। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে মহারাষ্ট্রের অন্তর্গত থানে জেলার জনসংখ্যা হল প্রায় ১.১১ কোটি। যা বিশ্বে আরও একবার নজির গড়ে তুলেছে।