কলকাতাঃ ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কের সৃষ্টি করেছে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ সিনেমাটি। সকল বাধা বিপত্তি কাটিয়ে এই সিনেমা এখন রিলিজও হয়ে গিয়েছে। ট্রেলার রিলিজ হওয়ার পর থেকে এই সিনেমাকে নিয়ে সুর চরিয়ে আসছেন বাংলার শাসক দলের নেতারা। তাঁদের দাবি, বাংলাকে বদনাম করতে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। কিন্তু এ যে উলটপূরাণ হয়ে গেল। সিনেমাটিকে এখন অনেকেই পছন্দ করতে শুরু করেছেন। মিলছে পজিটিভ রেসপন্সও। হ্যাঁ ঠিকই শুনেছেন।
চর্চার কেন্দ্রবিন্দুতে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’
গত ৩০ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’ ছবিটি। এই নিয়ে নিয়ে বর্তমানে তুমুল আলোচনা চলছে। ছবিটি সমালোচকদের দ্বারা উচ্চ প্রশংসিত হয়েছে। সেইসঙ্গে সিনেমাটি নিয়ে এখন দর্শকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া মিলছে। অনেকে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-কে তুলনা করা হচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সঙ্গে। একই সঙ্গে কেউ কেউ বলছেন, এই ছবিটিও ধীরে ধীরে ‘টুয়েলভ ফেইল’ ও ‘লাপাতা লেডিস’-এর মতো দর্শকদের হৃদয়ে আলাদাই এক জায়গা করে নেবে।
সিনেমাটির প্রেক্ষাপট কী?
‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’-এর গল্প আর যেভাবে দেখানো হচ্ছে, তা দর্শকদের ভালো লেগেছে বলে দাবি করা হচ্ছে। ছবির পরিচালক সনোজ মিশ্র এবং তাঁর পরিচালনার শৈলীও প্রশংসিত হচ্ছে। ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’ সিনেমাটি দেখানো হয়েছে, কীভাবে পশ্চিমবঙ্গের মানুষ নির্যাতিত হয়েছে, কীভাবে বাংলায় রোহিঙ্গা মুসলমান ও বাংলাদেশিদের কারণে সেখানকার মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ছবিটি মিডিয়া এবং তৎকালীন রাজ্য সরকারের কাজের উপরও আলোকপাত করেছে।
আরও পড়ুনঃ মঙ্গল বুধে হাওড়া ডিভিশনে বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন! বিপাকে পড়ার আগে দেখুন তালিকা
এই সিনেমায় অভিনয় করেছেন যজুর মারওয়াহ, রমেন্দ্র চক্রবর্তী, আরশিন মেহতা, গৌরী শঙ্কর, আওয়াধ অশ্বিনী, নীত মহল, আশিস কুমার এবং রৌনব ভার্মা। প্রত্যেকের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছেন। ছবিটি প্রযোজনা করেছেন রাজ মিশ্র ও ওয়াসিম রিজভি। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন নাদিম আহমেদ, আফসার আলি এবং এ আর দত্ত।