৩০ বছর পর স্থান পরিবর্তন শনির! ৩ রাশির জীবনে আসতে চলেছে প্রবল সংকট

Published on:

Shani Dev

ইন্ডিয়া হুড ডেস্ক: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়। কারণ কর্ম অনুযায়ী যাঁরা খারাপ কাজ করে, তাঁদের ভবিষ্যতে যোগ্য শাস্তি বিচার করা হয়। অন্যদিকে যাঁরা মঙ্গলদায়ক কাজ করে, তাঁদের জন্য আরও শুভ যোগ তৈরি করে দেন তিনি। জানা যায় শনি গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপরেই বিশেষভাবে প্রভাব ফেলে সে। সেটি কারও জন্য যেমন শুভ হয়। তেমনই আবার কারও জন্য অশুভ হয়।

শাস্ত্র মতে চলতি মাসের আগামী ১২ মে সকাল ৮ টা ৭ মিনিটে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব। আগামী ১৮ আগস্ট পর্যন্ত তিনি স্থায়ী থাকবেন সেখানে। যার দরুন বেশ কিছু রাশির ওপর নানা কুপ্রভাব পড়তে চলেছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে এক নজরে সবটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

WhatsApp Community Join Now

মেষ রাশি

যে সকল রাশিগুলির ওপর শনির গমনে খারাপ প্রভাব পড়তে চলেছে তাদের মধ্যে অন্যতম হল বৃষ রাশি। রাস্তাঘাটে চলা ফেরার সময় চোখ, কান সজাগ রাখতে হবে। যেকোনো সময়ে বিপদ ঘটার সম্ভাবনা থাকতে পারে। গাড়ি দুর্ঘটনাও ঘটতে পারে। অন্যদিকে ব্যবসায়ে এইসময় লগ্নি বিনিয়োগ না করায় ভালো। কারণ সেক্ষেত্রে লাভের লাভ না হয়ে বেশিরভাগ ক্ষতি হবে।

তুলা রাশি

শনিদেবের এই রূপ গমনে খারাপ প্রভাব পড়বে এই রাশির উপরে। কাজের ক্ষেত্রে খুব বড় বিপদ ঘটতে পারে। ভ্রমণের পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে। কোনো পরিচিত ব্যক্তির দ্বারা জীবনে ঠকতে পারেন। শরীর স্বাস্থ্যে সঠিক যত্ন না নিলে বড় বিপদ ঘটবে। চিকিৎসার খরচ বাড়বে।

কুম্ভ রাশি

মেষ ও তুলা রাশির মত কুম্ভ রাশিতেও খারাপ প্রভাব পড়তে চলেছে। অফিসে কাজের চাপ খুব বাড়বে। শনি দেবের অশুভ দৃষ্টির কারণে ঝামেলা জীবনে লেগেই থাকবে। পাশাপাশি আর্থিক ক্ষতি এবং কাছের মানুষের সঙ্গে প্রবল বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন