IIT ড্রপআউট, রয়েছেন Google-র বড় পদে! বস সুন্দর পিচাইয়ের থেকেও বেশি ধনী এই ভারতীয়

Published on:

thomas-kurian

ইন্ডিয়া হুড ডেস্কঃ Google-র বিভিন্ন পরিষেবা রয়েছে। এরইমধ্যে একটি হলো ক্লাউড পরিষেবা। আর সেই পরিষেবার দেখভাল করেন এক IIT ড্রপআউট। তার নাম থমাস কুরিয়ান। আপনাদের জানিয়ে দিই যে, এই থমাস কুরিয়ান তার বস সুন্দর পিচাইয়ের থেকেও বেশি ধনি। সুন্দর পিচাই সবচেয়ে বেশি বেতনভোগী CEO, তার মোট সম্পত্তির পরিমাণ ১০,২১৫ কোটি টাকা। অন্যদিকে থমাস কুরিয়ানের সম্পত্তি রয়েছে ১৫ হাজার কোটির!

থমাস কেরালায় জন্মগ্রহণ করেন। তিনি অন্যতম সফল CEO। ২০১৮ SALE Google Cloud-এর CEO পদে বসেন তিনি। বলা চলে কুরিয়ানই গুগলের এই সার্ভিস কে বিখ্যাত করে তোলেন। তিনি কোম্পানির কৌশল পরিবর্তন করেন এবং ব্যবহারকারীদের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী মডেল তৈরীর ওপর দৃষ্টি নিবদ্ধ করেন। এছাড়া গুগল ক্লাউড সেলস পার্সনদের অনুপ্রেরণা বাড়াতে তাদের বেতনও বাড়িয়েছিলেন।

WhatsApp Community Join Now

থমাস কুরিয়ানের এডুকেশন

থমাস কুরিয়ান পড়াশোনা করেন বেঙ্গালুরুর সেন্ট জোসেফ বয়েজ হাই স্কুল থেক। এরপর সেখান থেকে সুযোগ পেয়ে ভর্ত্তি হন আইআইটি মাদ্রাজে। কিন্তু মাঝখানে IIT ছেড়ে দেন। আর তার কারণ তিনি সুযোগ পেয়ে যান আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। এরপর স্ট্যানফোর্ডের গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেস থেকে বৈদ্যুতিক প্রকৌশলে স্নাতক ডিগ্রী এবং এমবিএ সম্পূর্ন করেন।

আরও পড়ুনঃ ৩০০-র কাছাকাছি! কেন হু হু করে বাড়ছে চিকেনের দাম? ফাঁস হল আসল কারণ

থমাসের কর্মজীবন শুরু হয় ম্যাককিনসে অ্যান্ড কোম্পানিতে। সেখানেই তিনি প্রথম কাজ করেন। কুরিয়েন ২২ বছরে আমেরিকাতে বিভিন্ন পদে কাজ করেছেন। সেখানে তার নেতৃত্বে কাজ করেছে ৩২ দেশের ৩৫,০০০ সদস্য। কিন্তু তারপর সেই কোম্পানি ছেড়ে দেন। অবশেষে ২০১৮ সালে ম্যাককিনসে থেকে পদত্যাগ করার পর গুগল ক্লাউডের সিইও হিসেবে যোগ দেন।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন