এবার থেকে মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ৫০০০ টাকা! ভোটের আগে দারুন উদ্যোগ রাজ্য সরকারের। রাজ্যের সুরক্ষার্থে এবং জনগণের সুবিধার্থে রাজ্য সরকার একের পর এক প্রকল্প চালু করে আসছে। সবুজ সাথী প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, প্রতি মাসে পাওয়া রাজ্য সরকারের এই অনুদান বেশিরভাগ নিম্নবিত্ত সাধারণ মানুষকে আত্মনির্ভরশীল করে তুলেছে। সম্প্রতি রাজ্য সরকার আরও এক প্রকল্প জারি করেছে সাধারণ মানুষের জন্য। যার মাধ্যমে প্রতি মাসে ব্যাঙ্কের খাতায় বাড়বে অর্থের পরিমাণ। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
সাধারনত এপ্রিলের মাঝ সপ্তাহ থেকে জুনের মাঝ সপ্তাহ পর্যন্ত সামুদ্রিক মাছের প্রজনন ক্ষমতা বাড়ে। পাশাপাশি এই সময় আবহাওয়ার নানা বিরূপতা দেখা যায়। তাই মৎস্যজীবীদের কল্যাণার্থে রাজ্য সরকার এক বিশেষ প্রকল্প জারি করেন। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘সমুদ্র সাথী প্রকল্প’। চলতি বছরের বাজেট পেশ করার সময়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের ঘোষণা করেন।
কী এই প্রকল্প?
তিনি জানান, সামুদ্রিক জীবনের মসৃণ প্রজনন ঘটে নিশ্চিত করতে এবং মাছের মজুত পুনরুদ্ধার করতে পশ্চিমবঙ্গ সরকার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রতি বছর ২ মাসের জন্য মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে। যার দরুন এই সময়ে চরম সমস্যার মধ্যে পড়েন মৎস্যজীবীরা। তাই ওই সময় এই তিন জেলার মৎস্যজীবীদের দুমাসের জন্য বিশেষ ভাতা দেওয়া হবে। এই প্রকল্প অনুযায়ী, সেই সময় জীবনযাপনের জন্য তাঁদের মাথাপিছু মাসে ৫০০০ টাকা করে সাহায্য দেওয়া হবে। এই প্রকল্পটি ইতিমধ্যেই ১লা এপ্রিল থেকে কার্যকরী হয়েছে।
সুবিধা পাওয়ার যোগ্যতা
- আবেদন কারীর বয়স ২১ বছরের বেশি হতে হবে।
- আবেদনকারী মৎস্যজীবীদের পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা এই তিনটি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- এছাড়াও একটি পরিবার থেকে মাত্র একজনই এই সুবিধা পাবে।
আবেদন পদ্ধতি
- এই প্রকল্পে একসঙ্গে দুমাসের সুবিধা পাওয়ার জন্য ‘নিদর্শ-১’ ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।
- এছাড়াও মৎস্য দফতরের-এর ওয়েবসাইটের পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।
- প্রয়োজনীয় কাগজপত্র, তথ্য এবং আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি ওই পোর্টালে আবেদনপত্রের সঙ্গে আপলোড করে দিতে হবে।
- এছাড়াও ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিকের কাছে গিয়েও এই আবেদন পত্র জমা দেওয়া যাবে।
প্রয়োজনীয় তথ্য
- ভোটার কার্ড
- আধার কার্ড
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য
- মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড। সেই কার্ডে অবশ্যই উল্লেখ থাকতে হবে মৎস্যজীবীর পেশা একজন সামুদ্রিক মৎস্যজীবী।
হেল্প লাইন নম্বর
পশ্চিমবঙ্গ মৎস্য অধিদপ্তরের হেল্পলাইন নম্বর – ০৩৩-২৩৫৭০০৭৭
পশ্চিমবঙ্গ মৎস্য অধিদপ্তরের হেল্পডেস্ক ইমেল – https://wbfisheries.wb.gov.in/fishery_marine/frc_check.php