একদিকে লোকসভা নির্বাচনের রমরমা উত্তেজনা! আবার অন্যদিকে চলছে আইপিএল এর ময়দানে প্রিয় দলের লড়াই। সব মিলিয়ে গোটা এপ্রিল মাস বেশ অতিরঞ্জিত হয়ে উঠেছে সকলের কাছে। আবার সন্ধে হলেই সারাদিনের ব্যস্ততা ভুলে বিনোদনের মজা নিতে অনেকেই রিমোট হাতে নিয়ে বসে পড়েন প্রিয় সিরিয়াল দেখতে। আবার দর্শকদের পছন্দের সিরিয়ালের উপর নির্ভর করে ধারাবাহিকের টিআরপি।
প্রতি সপ্তাহে সকলের চোখ থাকে ধারাবাহিকের টিআরপি তালিকায়৷ কোন ধারাবাহিক কত তে আসল তা জানতে অনেকেই চায়। টিআরপির এই লড়াইয়ে স্টার জলসা এবং জী বাংলা কেউই এক ইঞ্চি জমি ছাড়তে চায় না। কখনও টপে রান করে স্টার জলসার মেগা তো কখনও আবার টপে রান করে জী বাংলার মেগা। তবে এবার লড়াইটা আরও তীব্র। কারণ ধারাবাহিকের সময়েই সম্প্রচারিত হয় আইপিএল এর ম্যাচ। তাই অস্তিত্ব টিকিয়ে রাখতে চলে জোরকদমে টক্কর। সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকার লিস্ট।
TRP-র দৌঁড়ে কে এগিয়ে?
সূত্রের খবর সব মিলিয়ে বেশ কয়েক সপ্তাহ ঘরেই সিরিয়ালের টিআরপি অনেকটাই কম থাকছে। তবে হাল ছাড়েনি জি বাংলা। এবারও বেঙ্গল টপার পজিশনে যৌথভাবে টপার হল জি বাংলারই দুটি ধারাবাহিক। একটি হল নিম ফুলের মধু এবং অপরটি হল ফুলকি। দুটি ধারাবাহিকই একসঙ্গে এনেছে ৭.৭ রেটিং। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে গল্পে জগদ্ধাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরও দর্শককে সেই অনুযায়ী আকর্ষণ করল না, তাই তালিকায় দ্বিতীয় জায়গা তাদের দখলেই থাকল।
চলতি সপ্তাহের সেরা ১০TRP-র তালিকা
- প্রথম- নিম ফুলের মধু এবং ফুলকি ৭.৭
- দ্বিতীয়- জগদ্ধাত্রী ৭.২
- তৃতীয়- কোন গোপনে মন ভেসেছে ৬.৯
- চতুর্থ- গীতা LLB ৬.৩
- পঞ্চম- কথা ৬.০
- ষষ্ঠ- জল থই থই ভালোবাসা ৫.১
- সপ্তম- বঁধূয়া ৫.০
- অষ্টম- অনুরাগের ছোয়া এবং আলোর কোলে ৪.৮
- নবম- অষ্টমী ৪.৬
- দশম- কার কাছে কই মনের কথা ৪.২
এদিকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জলসায় নতুন মেগা ‘রোশনাই’। শুধু রোশনাই নয়, চলতি সপ্তাহে প্রকাশ্যে এসেছে ‘উড়ান’ এর নতুন প্রোমো। যেখানে নায়ক হিসেবে থাকবে ‘খোকাবাবু’ ধারাবাহিকের জনপ্রিয় মুখ প্রতীক সেন। এবং নায়িকা রত্নপ্রিয়া। কিন্তু এখনও এই ধারাবাহিকের টাইম স্লট নির্ধারণ করা হয়নি।