ইন্ডিয়া হুড ডেস্কঃ সদ্যই সমাপ্ত হয়েছে এবছরের ISL। লিগ শিল্ড জয়ী মোহনবাগানকে হারিয়ে শেষমেষ ট্রফি যেতে মুম্বাই সিটি এফসি। দুর্দান্ত ম্যাচ হয় দুই দলের মধ্যে। ফাইনালের আয়োজন হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে। ঘরের মাঠে হেরে যায় মোহনবাগান। এবার তাদের লক্ষ্য আগামী বছর। আর সম্প্রতি আগামী বছরের জন্য কোন কোন ক্লাব লাইসেন্স পাচ্ছে তার একটি তালিকা দিয়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
All India Football Federation-এর তরফে একটি তালিকা জারি করে জানানো হয়েছে যে, আগামী মরশুমের জন্য তারা কোন কোন ক্লাবকে প্রিমিয়ার ১ লাইসেন্স দিয়েছে। উল্লেখ্য, এই তালিকায় একটি ক্লাবই সরাসরি লাইসেন্স পেয়েছে আর তারা হলো পাঞ্জাব এফসি। বাকি কোনো দলই নেই এই তালিকায়। এমনকি বাংলার দুই মহারথী, ইস্টবেঙ্গল এবং মোহনবাগানও নেই সেখানে।
শর্তসাপেক্ষে লাইসেন্স পেয়েছে মোহনবাগান
অন্যদিকে সরাসরি লাইসেন্স না মিললেও শর্তসাপেক্ষে লাইসেন্স দেওয়া হয়েছে মোহনবাগানকে। এবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-ও সরাসরি লাইসেন্স পায়নি। তারাও শর্তসাপেক্ষে লাইসেন্স পেয়েছে। তালিকায় রয়েছে কলকাতার আরও এক ক্লাব ইস্টবেঙ্গল। সাথে এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি এবং নর্থইস্ট ইউনাইটেডকেও শর্তসাপেক্ষে লাইসেন্স দেওয়া হয়েছে। এছাড়া আই লিগ জিতে আইএসএল সুযোগ পাওয়া মহমেডান স্পোর্টিংও শর্তসাপেক্ষে লাইসেন্স পেয়েছে।
আরও পড়ুনঃ ৩০০-র কাছাকাছি! কেন হু হু করে বাড়ছে চিকেনের দাম? ফাঁস হল আসল কারণ
তবে AIFF এর প্রিমিয়ার ১ লাইসেন্স পেতে ব্যর্থ হয়েছে জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, কেরল ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফসি। আপনাদের জানিয়ে রাখি যে, লাইসেন্স পেলে তবেই এএফসি-র বিভিন্ন প্রতিযোগিতাগুলি এবং আইএসএলে খেলা যায়। গত মরসুমে যে চারটি ক্লাব লাইসেন্স পায়নি তাদের আরও এক বার আবেদন করতে হবে। এবার যদি তাও তারা উত্তীর্ণ হতে ব্যর্থ হয় তাহলে আর আইএসএলে খেলা হবেনা তাদের।