ভোটের আগেই ডবল ধামাকা! এবার থেকে প্রতিমাসে ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে ৫৪০০ টাকা! দেশের উন্নয়নের জন্য দেশের প্রত্যেক নাগরিকের শিক্ষিত হওয়া খুব প্রয়োজন। রিপোর্টে দেখা গিয়েছে ভারতের মতো উন্নয়নশীল দেশে প্রায় ৭০ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নীচে বসবাস করে। তাঁদের মধ্যে আবার এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা টাকা পয়সার অভাবে পড়াশুনা করতে পারেন না। সেই কারণে সমস্ত মেধাবী পড়ুয়াদের জন্য আর্থিক ভাবে সুবিধা প্রদানের জন্য নানা স্কলারশিপের ব্যবস্থা করেছে সরকার।
পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বার্ষিক ২৫ হাজার টাকা কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করা হচ্ছে। তবে এবার থেকে মাসে ৫৪০০ টাকারও বেশি আর্থিক সাহায্য মিলবে। তবে দুঃখের বিষয় হল এই সুবিধা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে মিলবে। আর এই স্কলারশিপের নাম ইশান উদয় স্কলারশিপ।
ইশান উদয় স্কলারশিপ কী?
ইশান উদয় হল একটি বিশেষ বৃত্তি প্রকল্প যা UGC দ্বারা উত্তর পূর্ব অঞ্চলের শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে। এই Ishan Uday Scholarship এ স্কলারশিপের অধীনে মেডিকেল এবং প্যারামেডিক্যাল কোর্স সহ সাধারণ ডিগ্রি কোর্স, কারিগরি এবং পেশাদার কোর্সগুলির নির্দিষ্ট ছাত্র ছাত্রীদের মধ্যে প্রতি বছর ৭,৮০০ টাকা পর্যন্ত মাসিক পরিমাণ দেওয়া হয়।
কোন কোর্সে কত টাকা?
- সাধারণ ডিগ্রি কোর্স (BA, Bcom, BSc, BBA) – ৫৪০০ টাকা।
- প্রযুক্তিগত, চিকিৎসা, প্রফেশনাল ও প্যারামেডিক্যাল কোর্স – ৭,৮০০ টাকা।
আবেদনের শর্ত
- শিক্ষার্থীকে অবশ্যই উত্তর-পূর্ব রাজ্যের হতে হবে। অর্থাৎ অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরার বাসিন্দা হতে হবে।
- ওই অঞ্চলের অধীনে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE), ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (ICSI), ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন এডুকেশন (NIOS) এর যেকোনও বোর্ড থেকে দ্বাদশ পরীক্ষার উত্তীর্ণ হতে হবে।
- পরিবারের বার্ষিক আয় ৪.৫ লক্ষ টাকার বেশি হলে চলবে না।
- স্নাতক পর্যায়ে প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
- এই স্কলারশিপে ট্রান্সজেন্ডার প্রার্থীরাও এই স্কিমের অধীনে বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় তথ্য
- দশম শ্রেণির মার্কশিটের কপি।
- দ্বাদশ শ্রেণির মার্কশিটের কপি।
- ডোমিসাইল সার্টিফিকেট।
- আয়ের শংসাপত্র।
- পাসপোর্ট সাইজ ছবি।
- আধার কার্ড।
আবেদনের পদ্ধতি
- প্রথমে প্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://scholarships.gov.in এ যেতে হবে।
- এরপরে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের হোম পেজটির উপরের দিকে New Registration এ ক্লিক করে Continue বাটনে ক্লিক করতে হবে।
- Continue বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে।
- এরপর সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন করতে হবে।
- লগইন করার পর স্ক্রিনের স্কলারশিপ অপশনে ক্লিক করার পর ইশান উদয়ের লিঙ্কে ক্লিক করতে হবে।
- সেখানে একটি আবেদন ফর্ম খুলবে।
- এরপর সেই আবেদনপত্রে প্রয়োজনীয় সমস্ত নথি স্ক্যান করে আপলোড করে সাবমিট এ ক্লিক করতে হবে।
ইশান উদয় স্কলারশিপ স্কিমের আবেদন প্রক্রিয়া প্রতি বছর আগস্ট মাসে শুরু হয়। এই বছর ঈশান উদয় স্কলারশিপ ২০২৩-২৪ এর জন্য আবেদন করার শেষ তারিখ হল ৩১ ডিসেম্বর ২০২৪।