‘TRP বাড়ে বলেই…’, ট্রোলারদের অশিক্ষিত বলে কটাক্ষ মহানায়ক নচিকেতার

Published on:

Nachiketa Chakraborty

ইন্ডিয়া হুড ডেস্ক: বেশ কিছুদিন আগে মহানায়ক উত্তমকুমারের ৪৪তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত করা হয়েছিল। প্রতি বছরের মত এই বছরেও উত্তম কুমারের মৃত্যুদিনকে পালন করা হয়। এবং টলিউড দুনিয়ায় অভিনেত্রী এবং অভিনেতাদের মহানায়ক সন্মান তুলে দেওয়া হয়। তাই এবারেও বাদ যায়নি। এবারেরও চলতি বছরের মহানায়ক সম্মান প্রাপকদের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, নচিকেতা চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র। তবে এই পুরস্কার নিয়েও ওঠে নানা কটাক্ষ। তাও আবার নচিকেতাকে ঘিরে।

আসলে প্রতি বছর মহানায়ক সন্মান প্রদান করা হয় অভিনেতা ও অভিনেত্রীদেরকে। কিন্তু সেখানে দাঁড়িয়ে গায়ক নচিকেতাকে এই পুরস্কার প্রদান করা নিয়ে উঠে এসেছে নানা বিতর্ক। ট্রোল করতে ছাড়েনি খোদ টলিউডের শিল্পীরা। তবে সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুললেন গায়ক নচিকেতা চক্রবর্তী। এবং কেনই বা তাঁকে মহানায়ক সন্মান দেওয়া হয়েছে সেই কারণও প্রকাশ্যে এনেছেন তিনি।

WhatsApp Community Join Now

মহানায়ক সম্মানে ভূষিত নচিকেতা!

বরাবরই এই জনপ্রিয় গায়ক নচিকেতা নিজেকে ‘ট্রেন্ডসেটার’ বলতে ভালবাসেন। তার কারণ একটাই, সে তাঁর গানের মাধ্যমে প্রথমেই মধ্যবিত্তের কথা এবং দারিদ্রতার কথা তুলে ধরেছিলেন। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ সংস্থার সঙ্গে এই মহানায়ক বিতর্ক নিয়ে বলেন, ‘মহানায়ক সম্মান কিন্তু কেবল অভিনয়ের পুরস্কার নয়। মহানায়ক মানে অভিনেতা মহানায়ক নন। আসলে এই মহানায়কের সম্মানে আমায় ভূষিত করা হয়েছে আমার গোটা জীবনের কাজের জন্য। এটা আমার কাছে বড় প্রাপ্তি।’

কী বললেন গায়ক নচিকেতা?

তিনি আরও বলেন, ‘কাউকে যদি নোবেল পুরস্কার দেওয়া হয়, তাকে কি বিজ্ঞানী হতে হবে? কিছু অশিক্ষিত মানুষ অনেক রকম কথা বলছেন। তাঁদের বুঝতে হবে, আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রিরই লোক। অন্তত ১২টা ছবিতে মিউজিক করেছি। তাহলে আমি কি সেই পুরস্কারটা পেতে পারি না? মহানায়ক পুরস্কার পাওয়ার জন্য আমায় অভিনেতাই হতে হবে এটা কোথায় লেখা আছে? ‘মহানায়ক’-একটা ব্র্যান্ড। নোবেল পুরস্কার তাহলে অভিনেতাকে দেওয়ার কি দরকার, কেবল বিজ্ঞানীদের দিলেই পারত।’

প্রসঙ্গত, ২০২৩ সাল পর্যন্ত মোট ২৩ জন অভিনেতাকে মহানায়ক পুরস্কার দিয়েছে রাজ্য সরকার। ২০১২ সাল থেকে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়ে আসছে। এদিন মুখ্যমন্ত্রী একাধিক বক্তব্য প্রকাশ করার মাঝেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। মমতা বলেছেন, ‘আগামী ফিল্ম ফেস্টিভ্যাল ৪-১১ ডিসেম্বর। এবার এই অনুষ্ঠান পরিচালনার জন্য গৌতম ঘোষকে নতুন চেয়ারম্যান করা হয়েছে। এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কো-চেয়ারম্যান হিসেবে নথিভুক্ত করা হয়েছে।’

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন