ইন্ডিয়া হুড ডেস্ক: রেশন কার্ড হল একটি অত্যন্ত প্রয়োজনীয় সরকারি নথি। আমাদের দেশে বহু সংখ্যক মানুষ রয়েছেন যারা রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। এই রেশন কার্ডের মাধ্যমে দেশের জনগণ সরকারের মাধ্যমে সস্তায় খাদ্যদ্রব্য পেয়ে থাকেন। করোনা মহামারীর সময় থেকে কেন্দ্রীয় সরকার দেশের প্রায় 80 কোটি মানুষকে বিনামূল্যে কিছু খাদ্যশস্য প্রদান করছে। তবে এবার বিপিএল গ্রাহকদের জন্য বিরাট সুখবর নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। আজকের প্রতিবেদনের মাধ্যমে সবটা জেনে নিন বিস্তারিত।
রেশন কার্ড প্রসঙ্গে বড় উদ্যোগ কেন্দ্রীয় সরকারের
সূত্রের খবর, বিপিএল রেশন কার্ডের গ্রাহকরা এখনও বিনামূল্যে রেশন দোকান থেকে চাল, গম, আটা পেয়ে থাকেন। তবে এবার থেকে রেশন দোকানে চাল, ডাল, আটা দেওয়ার পাশাপাশি জরুরী নথিপত্রও তৈরি করা যাবে। অবাক হচ্ছেন নিশ্চয়ই? তবে এটাই সত্যি। এমনই পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। CSC বা কমন সার্ভিস সেন্টারে রূপান্তরিত করা হচ্ছে রাজ্যের সমস্ত রেশন দোকানগুলিকে।
কী কী সুবিধা মিলবে?
- আধার কার্ড ,প্যান কার্ড , কাস্ট সার্টিফিকেট এর মত গুরুত্বপূর্ণ নথিপত্র তৈরি করা যাবে।
- প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধণ পেনশন যোজনা, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ইত্যাদি প্রকল্প গুলির বিষয়ে নানা খুঁটিনাটি তথ্যের সম্পর্কে জানার সুবিধাও মিলবে।
- পাশাপাশি রেশন ডিলারদের কমিশন কুইন্টাল প্রতি 20 টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আরও পড়ুনঃ কেন্দ্রের মতো রাজ্যেও ৫০% DA! পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট
সূত্রের খবর কেন্দ্রীয় সরকারের এই পরিকল্পনা নিয়ে নানা পরিকল্পনা করা হয়েছে। তবে এইমুহুর্তে সর্বসাধারণের জন্য চালু করা হয়নি এই পরিকল্পনা। এছাড়াও এই পরিকল্পনা রূপায়ণের আগে যে সমস্ত সমস্যা উঠে এসেছে সেগুলি দ্রুত মিটিয়ে উত্তরপ্রদেশে চালু হতে চলেছে এই প্রকল্প।