PAN কার্ড ভারতীয় নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আয়কর বিভাগ এই কার্ড ইস্যু করে থাকে। মূলত আর্থিক লেনদেনের ক্ষেত্রে PAN কার্ড ব্যবহৃত হয়। যেমন PAN কার্ড ছাড়া আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব নয়। তেমনই আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য PAN কার্ড আবশ্যক। এছাড়াও লোনের জন্য আবেদন অথবা ক্রেডিট কার্ড পাওয়ার সময় PAN কার্ডের প্রয়োজন হয়। ৫০,০০০ টাকার বেশি কোনও লেনদেনের ক্ষেত্রে PAN কার্ডের উপস্থিতি বাধ্যতামূলক। পাশাপাশি, শেয়ার, মিউচুয়াল ফান্ড, এবং অন্যান্য ইনভেস্টমেন্টের ক্ষেত্রে PAN কার্ড দরকার হয়।
কিন্তু অনেক সময় PAN কার্ড আমাদের কাছে থাকেনা। আবার PAN কার্ড হারিয়ে যাওয়া কিংবা চুরি যাওয়ার ঘটনাও ঘটে অনেকের ক্ষেত্রে। তেমনটা হলে আবার এই কার্ড করানো ঝামেলার হয়ে যায়। তবে এখন চটজলদি বাড়িতে বসে PAN কার্ড হাতে পাওয়া সম্ভব। এর জন্য দুটি পদ্ধতি রয়েছে। UTIITSL পোর্টাল থেকেও আপনি e-PAN কার্ড ডাউনলোড করতে পারবেন। আবার NSDL পোর্টাল থেকেও কাজটি করা যায়। এই নিবন্ধে এই একজোড়া পদ্ধতি নিয়ে আলোচনা করা হল।
UTIITSL পোর্টাল থেকে e-PAN কার্ড ডাউনলোড করার পদ্ধতি
(১) অনলাইনে এই কাজটি করতে হবে। তার জন্য সবার আগে UTIITSL PAN পোর্টালে যেতে হবে। https://www.pan.utiitsl.com/PAN/index.jsp হল সেই লিঙ্ক।
(২) ওয়েবসাইট খুলে গেলে সেখানে ‘Download e-PAN’ অপশনটি নির্বাচন করুন।
(৩) এবার প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এক্ষেত্রে PAN নম্বর, জন্ম তারিখ, এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে টাইপ করতে হবে।
(৪) এরপর OTP যাচাইকরণের মাধ্যমে ফোন নম্বর বা ইমেল আইডি যাচাই করতে হবে।
(৫) OTP যাচাইকরণ হলে, e-PAN কার্ডটি ডাউনলোড করা যাবে। এটি একটি PDF ফাইল হিসেবে ডিভাইসে সেভ হবে।
NSDL পোর্টাল থেকে e-PAN কার্ড ডাউনলোড করার পদ্ধতি
(১) এই কাজটির জন্য প্রথমেই NSDL e-Gov পোর্টালে যেতে হবে। https://www.onlineservices.nsdl.com/paam/ReprintDownloadEPan.html হল সেই লিঙ্ক।
(২) এবার এখানে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এক্ষেত্রে PAN নম্বর, জন্ম তারিখ, এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে টাইপ করতে হবে।
(৩) এবার PAN কার্ডের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেল আইডিতে একটি OTP পাঠানো হবে। সটি সঠিকভাবে টাইপ করে যাচাইকরণ সম্পূর্ন করতে হবে।
(৪) যাচাইকরণ সফল হলে, Download PDF অপশনটি নির্বাচন করতে হবে। এবার e-PAN কার্ডটি একটি PDF ফাইল হিসেবে ডাউনলোড হবে।
যেসব বিষয় মনে রাখতে হবে
(১) e-PAN কার্ডটি একটি ডিজিটালি স্বাক্ষরিত PDF ফাইল। এটি বৈধ এবং স্বীকৃত।
(২) e-PAN ডাউনলোড করার জন্য আপনাকে একটি ফি জমা দিতে হতে পারে। যদি এটি নতুনভাবে ইস্যু করা হয়, তাহলেই টাকা লাগবে।
(৩) যদি মোবাইল নম্বর বা ইমেল আইডি PAN কার্ডের সাথে রেজিস্টার্ড না থাকে, তাহলে e-PAN কার্ড ডাউনলোড করা যাবে না। এক্ষেত্রে, আগে মোবাইল নম্বর বা ইমেল আপডেট করতে হবে।