একধাক্কায় অনেক কমল ‘গীতা LLB’ র ভাগ্য! এ সপ্তাহের সেরার মুকুট ছিনিয়ে নিল কে? রইল TRP লিস্ট

Published on:

TRP

ইন্ডিয়া হুড ডেস্ক: প্রতি সপ্তাহে সময়ের সাথে সাথেই এখন পালাবদল হয়েছে বাংলা সিরিয়ালের। আর তার অন্যতম কারণ হল TRP রেটিং। প্রতি সপ্তাহে লক্ষ্মীবারে প্রকাশিত হয় বাংলা ধারাবাহিকগুলোর TRP তালিকা। কিন্তু সম্প্রতি বকরি ইদের কারণে একদিন পিছিয়ে প্রকাশিত হল বাংলা সিরিয়ালগুলির সাপ্তাহিক TRP-র স্কোর।

গত কয়েক সপ্তাহ ধরে বিরাট রদবদল হয়েছে রেটিং চার্টে। তবে সব বাংলা মেগা সিরিয়ালগুলির নম্বর কিছুটা কমেছে ফের। তার উপর বেশ কিছু জনপ্রিয় সিরিয়াল টিভিতে সম্প্রচারিত হওয়ার আগেই ভাইরাল হয়ে যাচ্ছে ফেসবুকে, সেখানে লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে। যে দুটি ধারাবাহিক সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে সেই দুটি হল ফুলকি ও নিম ফুলের মধুর। TRP তালিকাতেও তাই সবার উপরে ফুলকি। রেটিং ৬.৭। রোহিত-ফুলকির রসায়ন এর মাঝে খলনায়ক রুদ্রর আসল চেহারা ক্রমেই ফাঁস হওয়ার মুহূর্ত নিয়ে একেবারে জমজমাট এই মেগা। এই সপ্তাহে ফুলকির দখলে । অন্যদিকে দ্বিতীয় জায়গা দখল করেছে নিম ফুলের মধু। ধারাবাহিকে একদিকে যেমন পর্ণা-সৃজনের মাঝে তৃতীয় ব্যক্তি নিয়ে চলছে ধুন্ধুমার কাণ্ড তেমনই বর্ষার কিডন্যাপিং এর ঘটনা নিয়েও বেশ চাঞ্চল্য ছড়িয়েছে দর্শকদের মনে।

WhatsApp Community Join Now

অন্যদিকে ষষ্ঠ স্থানে রয়েছে দুটি মেগা। ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জল থই থই ভালোবাসা’-র প্রাপ্তি ৫.১। স্টার জলসার আরেক ধারাবাহিক ‘গীতা এলএলবি’-র ঝুলিতে পড়েছে মাত্র ৫.০। অনেকেটা নম্বর কমে গিয়েছে।

এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা

প্রথম: ফুলকি (৬.৭)

দ্বিতীয়: নিম ফুলের মধু (৬.৫)

তৃতীয়: কোন গোপনে মন ভেসেছে (৬.৩)

চতুর্থ: কথা (৫.৯)

পঞ্চম: জগদ্ধাত্রী (৫.৩)

ষষ্ঠ: অনুরাগের ছোঁয়া/ জল থই থই ভালোবাসা (৫.১)

সপ্তম: গীতা (৫.০)

অষ্টম: বঁধুয়া (৪.৭)

নবম: রোশনাই/ উড়ান (৪.৪)

দশম: আলোর কোলে (৪.৩)

আরও পড়ুনঃ রেশন, চাকরি দুর্নীতি অতীত! এবার মিড ডে মিল নিয়ে বড় ফাঁসল পশ্চিমবঙ্গ সরকার, শোরগোল বঙ্গে

TRP তালিকার এই উথাল পাতাল ডামাডোলের মাঝেই আগামী সপ্তাহে জি বাংলায় শুরু হতে চলেছে দুটি নয়া ধারাবাহিক। যার মধ্যে একটি হল ‘পুবের ময়না’ এবং অপরটি হল ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’। আর এই দুই নয়া ধারাবাহিকের কারণে টাইম স্লটের কোপ পড়তে চলেছে আরেক ধারাবাহিকের। জানা গিয়েছে আগামী সপ্তাহ থেকে ডায়মন্ড দিদি জিন্দাবাদ ও মিঠিঝোরা রাত ৯টা থেকে ১০.৩০ অবধি অর্থাৎ ৪৫ মিনিটের স্লটে সম্প্রচারিত হবে। এবার দেখার বিষয়ে টাইম স্লটের পরিবর্তনে কতটা প্রভাব পড়তে পারে বাকি ধারাবাহিকের।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন