ইন্ডিয়া হুড ডেস্ক: লক্ষ্মীবার আসলেই বাংলা ধারাবাহিকের অন্দরমহলে চলে ধুকপুকানি। কারণ প্রতি বৃহস্পতিবার করেই প্রকাশিত হয় জনপ্রিয় ধারাবাহিকগুলির মার্কশিট অর্থাৎ TRP তালিকা। যার মাধ্যমে বোঝা যায় কোন ধারাবাহিক কতটা দর্শকদের মনে প্রভাব বিস্তার করতে চলেছে। এদিকে একদিকে যেমন চলছিল লোকসভা নির্বাচন, তেমনই অন্যদিকে চলছিল সদ্য শেষ হওয়া IPL। যার দরুন গত কয়েক সপ্তাহ ধরে বিরাট প্রভাব পড়েছে ধারাবাহিকের রেটিং চার্টে। ফলত অনেকটাই রদবদল হয়েছে বাংলা মেগা সিরিয়ালগুলির নম্বরে।
গত সপ্তাহে ৬.৯ রেটিং নিয়ে শীর্ষ স্থান অধিকার করেছিল ‘নিম ফুলের মধু’। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এই সপ্তাহেও দুর্দান্ত চমকের সঙ্গে পর পর দুই বার বেঙ্গল টপার হয়ে আবারও জয়ের মুকুট ছিনিয়ে নিল ‘নিম ফুলের মধু’। রেটিং উঠল ৭.৩। এই ধারাবাহিকে আপাতত দেখা যাচ্ছে, ছাদ থেকে মৌমিতা ঠেলে ফেলে দিয়েছে পর্ণাকে। ফলত সে হারিয়েছে স্মৃতি। বিয়ে, সৃজন, এবং তাঁদের সন্তান পুটিকে মনে নেই পর্ণার। সে নিজেকে এখন কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী ভাবছে। শুধু তাই নয়, পর্ণার একের পর এক তারকাঁটা স্বভাবে অতিষ্ট হয়ে পড়ছেন সৃজনের মা। সব মিলিয়ে গল্প যেন একদম ফাটাফাটি ভাবে মন ছুঁয়েছে দর্শকদের।
এদিকে জি বাংলার আরেক ধারাবাহিক ‘ফুলকি’ ও হাল ছাড়ার পাত্র নয়। আগের বারের থেকে খানিক বাড়ল রেটিং। ৬.৮ রেটিং নিয়ে বর্তমানে TRP তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ‘কথা’ এবং ‘গীতা এলএলবি’ যৌথভাবে নেমে এসেছে ৩ নম্বরে। এবং ৪ নম্বরে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। আর পঞ্চম স্থানে রয়েছে ৬.১ রেটিং নিয়ে জায়গা দখল করল ‘জগদ্ধাত্রী’।
এক নজরে দেখে নেওয়া যাক TRP তালিকা
প্রথম: নিম ফুলের মধু (৭.৩)
দ্বিতীয়: ফুলকি (৬.৮)
তৃতীয়: কথা/ গীতা এলএলবি (৬.৬)
চতুর্থ: কোন গোপনে মন ভেসেছে (৬.৩)
পঞ্চম: জগদ্ধাত্রী (৬.১)
ষষ্ঠ: অনুরাগের ছোঁয়া (৫.৫)
সপ্তম: বঁধূয়া (৫.৪)
অষ্টম: জল থই থই ভালোবাসা (৫.১)
নবম: রোশনাই (৪.৫)
দশম: আলোর কোলে/ মিঠিঝোরা (৪.৩)
প্রসঙ্গত, জী জলসার ধারাবাহিক ‘আলোর কোলে’ এবং ‘মিঠিঝোরা’ কোনওরকমে টিকে থাকল সেরা দশে। ৪.৩ পেয়ে ১০ নম্বরে।