ফুলকির ম্যাজিক, TRP তালিকায় ফের বড় রদবদল! দ্বিতীয় সপ্তাহে কে হল বেঙ্গল টপার?

Published on:

bengali serial trp

ইন্ডিয়া হুড ডেস্ক: বিগত কয়ে মাস ধরে সিরিয়ালের সাপ্তাহিক TRP তালিকায় প্রথম পাঁচে খুব বেশি রদবদল হয়নি। তবে নিজেদের জায়গা ধরে রাখতে এবং আরও উন্নত পর্যায়ে পৌঁছোতে যে সিরিয়ালের নির্মাতারা বদ্ধপরিকর, তা আরও এক বার প্রমাণিত হল। আর বর্তমানে এই TRP এর ওপরেই নির্ভর করছে প্রত্যেকটি ধারাবাহিকের ভবিষ্যৎ। তাই আজ প্রতি সপ্তাহের মত ছোটো পর্দার ধারাবাহিকের TRP তালিকা প্রকাশ্যে এসেছে। যা নিয়ে বেশ উত্তেজিত দর্শকেরাও।

TRP তালিকায় আবারও ওলটপালট। পুরোনো ঝড় ঝাপটা কাটিয়ে আরও একবার প্রথম ৩ এর তালিকায় উঠে এল ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। তবে এবার প্রথম স্থানে নিজের জায়গা জবর দখল করে নিল ‘ফুলকি’। এতদিন কিছুতেই ‘নিম ফুলের মধু’ কে টেক্কা দিতে পারছিল না এই ধারাবাহিক। দ্বিতীয়টি আটকে ছিল। এবার ৭.৬ নম্বরে সেরার সেরা হয়ে উঠল। অন্যদিকে ৭.২ নম্বরে দ্বিতীয় স্থান অধিকার করল ‘নিম ফুলের মধু’।

WhatsApp Community Join Now

আবার কাম ব্যাক জ্যাস সান্যাল এর!

অন্যদিকে সবথেকে নজরকাড়া পারফরম্যান্স করে দেখাল জ্যাস সান্যাল ও স্বয়ম্ভূর গল্প অর্থাৎ ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। এতদিন কিছুতেই প্রথম ৫ এর তালিকায় উঠতেই পারছিল না। তবে গল্পের ডবল টুইস্ট স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীকে এবার সেরা ৩ এর স্থানে নিয়ে এল। ৬.৭ নম্বর নিয়ে স্টার জলসার ‘কথা’ ধারাবাহিক এবং জী বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিককে হারিয়ে দিল। অন্যদিকে শুভ বিবাহ ও অনুরাগের ছোঁয়ার প্রথম ৩০ মিনিট মিলিয়ে TRP রেটিং তুলেছে ৬.০। একনজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের TRP তালিকা।

দেখুন সেরা ১০ এর TRP তালিকা

  • প্রথম: ফুলকি ৭.৬
  • দ্বিতীয়: নিম ফুলের মধু ৭.২
  • তৃতীয়: জগদ্ধাত্রী ৬.৭
  • চতুর্থ: কথা/ কোন গোপনে মন ভেসেছে ৬.২
  • পঞ্চম: গীতা LLB/ শুভ বিবাহ + অনুরাগ ৬.০
  • ষষ্ঠ: উড়ান/ রোশনাই ৫.৭
  • সপ্তম: মিঠিঝোরা(৪৫ মিনিট) ৪.৯
  • অষ্টম: বধূয়া ৪.৭
  • নবম: অনুরাগের ছোঁয়া(১৫ মিনিট) + হরগৌরী পাইস হোটেল ৪.৫
  • দশম: ডায়মন্ড দিদি(৪৫ মিনিট) ৪.২ তোমাদের রাণী

আরও পড়ুনঃ পুজোর আগেই পরীক্ষা! উচ্চ মাধ্যমিকের দুই সেমিস্টারের রুটিন প্রকাশ করল WBCHSE

এদিকে জি বাংলায় সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘পুবের ময়না’। গল্পটি একেবারে অন্য ধাঁচের হলেও দর্শকদের মন খুব একটা জয় করে তুলতে পারেনি শুরুতেই। ধারাবাহিকের হাল খুব খারাপ। মাত্র ২.৭ নম্বর তুলতে পেরেছে। অন্যদিকে ‘কে প্রথম কাছে এসেছি’ TRP তালিকায় নম্বর তুলেছে ৪.১।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন