ডুরান্ড কাপের আগে ফের চমক, বিশ্বকাপে মেসির বিরুদ্ধে খেলা ৫ সোনার বুটের মালিক মোহনবাগানে

Published on:

jamie maclaren lionel messi

ইন্ডিয়া হুড ডেস্কঃ ডুরান্ড কাপের আগে চরম চমক দেখাল মোহনবাগান। এবার সবুজ মেরুন শিবিরে যোগ দিলেন বিশ্বকাপে লিওনেল মেসির বিরুদ্ধে খেলা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। ২০২২-র কাতার বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছিলেন জেমি ম্যাকলারেন। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে অস্ট্রেলিয়ার এ লিগে পাঁচটি সোনার বুট। মোহন বাগানের সাথে ৪ বছরের চুক্তিতে আবদ্ধ হলেন বিশ্বকাপার জেমি ম্যাকলারেন।

মোহনবাগানে জেমি ম্যাকলারেন

বলে দিই, অস্ট্রেলিয়ার এ লিগে মেলবোর্ন সিটির হয়ে খেলতেন জেমি ম্যাকলারেন। পরপর পাঁচবার শীর্ষ গোলদাতা হিসেবে তাঁর ঝুলিতে জুটেছে পাঁচটি সোনার বুট। এ লিগে মোট ১৫৪টি গোল রয়েছে তাঁর নামে। গত মরসুমে করেছেন ২৪ টি গোল। জেমি ম্যাকলারেন পাঁচ বছর মেলবোর্ন সিটির হয়ে খেলেছেন। মোট ১৪২ ম্যাচে ১০৩ গোল রয়েছে তাঁর মেলবোর্ন সিটির হয়ে। জেমি ম্যাকলারেন এ লিগের চ্যাম্পিয়ন ক্লাবের ইতিহাসে সর্বাধিক গোলদাতা।

WhatsApp Community Join Now

বিশ্বকাপার, পাশাপাশি মেসির বিরুদ্ধে খেললেও জেমি ম্যাকলারেন কলকাতা ডার্বি নিয়ে অবগত। তিনি নিজেই জানান যে, তিনি ডার্বি খেলা দেখেছেন। জেমি ম্যাকলারেন বলেন, ‘আমি অনেক ডার্বি দেখেছি। এবার ডার্বি খেলার জন্য মুখিয়ে আছি। ৬০ হাজার দর্শকের সামনে খেলার অনুভূতিটাই আলাদা। ভারত সেরা মোহনবাগানকে আরও ট্রফি জেতানোর চেষ্টা করব আমি।’

আরও পড়ুনঃ আর কতদিন ভারতীয় দলে খেলবেন রোহিত, কোহলি? স্পষ্ট জানিয়ে দিলেন গৌতম গম্ভীর

এদিকে মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক প্রীতম কোটালও নাকি দলে ফিরছেন বলে জল্পনা ছড়িয়েছে। প্রীতম বর্তমানে কেরল ব্লাস্টার্সের হয়ে খেলছেন। তাঁর সঙ্গে ১+১ বছরের চুক্তি করেছে কেরল ব্লাস্টার্স। তবে, মোহনবাগানে খেলার সুযোগ পেলে প্রীতম মাঝপথে সেই চুক্তি ভঙ্গ করতে পারেন বলে মত ফুটবল বিশেষজ্ঞদের। এর আগে কোচের সঙ্গে বনিবনা হওয়ায় মোহনবাগান ছেড়েছিলেন তিনি। প্রীতম থেকে ম্যাকলারেন … ডুরান্ড কাপ শুরুর আগেই মোহনবাগান যে একের পর এক চমক দিয়েই চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন