রোহিত, শুভমন, বিরাট! কে এই হাসান মাহমুদ, যে ভারতীয় ব্যাটারদের ১০ রানও করতে দেয়নি?

Published on:

india vs bangladesh hasan mahmud

দেবপ্রসাদ মুখার্জী: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় ক্রিকেট দলের কাছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে। প্রথম টেস্টে টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। তবে শুরুতেই এক বা একজোড়া নয়, পরপর তিনটি ধাক্কা খায় টিম ইন্ডিয়া। প্রথম ১০ ওভারের মধ্যেই আউট হয়ে যান ভারতের অধিনায়ক রোহিত শর্মা, কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি এবং আগামীর সুপারস্টার শুভমন গিল।

ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম তিনটি উইকেট একাহাতে নেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। মাত্র ১০ ওভারের মধ্যেই হাসান মাহমুদ রোহিত, বিরাট ও শুভমনের উইকেট তুলে নিয়েছেন। প্রথমে রোহিত শর্মাকে, তারপর শুভমন গিলকে এবং এরপর বিরাট কোহলিকে আউট করেন তিনি। এই তিনজন ব্যাটসম্যানই কম রানে আউট হয়েছেন। আর এভাবে দুর্দান্ত বোলিং করে সবার নজরে এসেছেন এই বাংলাদেশি বোলার।

WhatsApp Community Join Now

রোহিত, বিরাট, শুভমনদের সাজঘরে ফেরালেন হাসান

এদিনের টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে বিরাট কোহলি ও শুভমান গিল উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ আউট হন, আর রোহিত শর্মা স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান। রোহিত শর্মা ১৬ বল খেলে ৯ রান করেন এবং তারপরে আউট হন। তৃতীয় স্থানে ব্যাট করতে আসা শুভমান গিল কোনো রান করতে পারেননি, তিনি শূন্য রানে আউট হন। চতুর্থ স্থানে নামা বিরাট কোহলি ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

কে এই হাসান মাহমুদ?

উল্লেখ্য, হাসান মাহমুদ একজন ডানহাতি ফাস্ট বোলার। তিনি ২০২০ সালের মার্চ মাসে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের হয়ে অভিষেক করেন। তিনি ২০১৭ ও ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে জায়গা করে নেন। এরপর ২০১৯ সালে সিসি ইমার্জিং টিম এশিয়া কাপে খেলেন হাসান মাহমুদ। সেখান ভালো পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে সুযোগ পান এই তরুণ ফাস্ট বোলার।

পাকিস্তানের বিরুদ্ধে ভালো পারফর্ম করেছিলেন হাসান

হাসান মাহমুদ সম্প্রতি পাকিস্তান সফরে তাঁর দুর্দান্ত পেস বোলিংয়ের মাধ্যমে নজর কেড়েছিলেন। ২৪ বছর বয়সী এই বোলার ৪ ইনিংসে মোট ৮টি উইকেট নিয়েছিলেন। সেই সিরিজে তিনি তৃতীয় সর্বাধিক উইকেটশিকারি বোলার ছিলেন। আবারও তিনি ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচেও বাংলাদেশের প্রত্যাশা পূরণ করছেন।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন