নয়া দিল্লিঃ কেকেআরের স্টার বোলার হর্ষিত রাণা (Harshit Rana) নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে রিজার্ভ প্লেয়ার হিসেবে দলে ছিলেন। তবে এবার থাকে ছেড়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এর সাথে সাথে ভারতীয় দলে তার অভিষেকের সুযোগও আর রইল না। যদিও, হর্ষিতের অভিষেকের সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। আসলে রঞ্জি ট্রফিতে দিল্লি পরের ম্যাচে অসমের বিরুদ্ধে খেলতে নামছে। আর এই কারণে BCCI-র কাছে হর্ষিতকে ছেড়ে দেওয়ার আবেদন জানিয়েছিল দিল্লি। BCCI সেই আবেদনে সাড়াও দিয়েছে।
ভারতীয় দল থেকে হর্ষিতকে ছেড়ে দেওয়ার জেরে, KKR-র এই জোরে বোলার এখন দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলতে পারবেন। দিল্লিতে হর্ষিতের বিকল্প হিসেবে নবদীপ সাইনি ছিলেন। কিন্তু তিনি A দলের হয়ে খেলতে অস্ট্রেলিয়া যাবেন, আর এই কারণেই হর্ষিতের অভাব অনুভব করে দিল্লি দল।
হর্ষিত রাণা দলীপ ত্রফহিতে লাল বলের হয়ে শেষবাড় খেলেছিলেন। আর এবার সেই লাল বলেই ফের খেলার সুযোগ পেলেন। এর আগে ভারতীয় দলের হয়ে সাদা বলে খেলারও ডাক পেয়েছিলেন হর্ষিত রাণা। কিন্তু সেবারও তিনি জাতীয় দলের হয়ে অভিষেকের সুযোগ পাননি।
অন্যদিকে এ বছরের শেষের দিকে আইপিএলের মেগা অকশন হতে চলেছে। হর্ষিত রাণা গত বছরের IPL-এ KKR-র হয়ে দুর্ধর্ষ ফর্মে ছিলেন। তবে এবার KKR-কে ৬ জন প্লেয়ারকে রেখে বাকিদের ছেড়ে দিতে হবে। তাহলে হর্ষিতকে কী রেখে দেবে কলকাতা? সেই নিয়ে কনফার্ম খবর না মিললেও, এটা শোনা যাচ্ছে যে, হর্ষিত যেহেতু ভারতীয় দলের হয়ে অভিষেক করার সুযোগ পাননি। তাই KKR তাঁকে খুব কম বাজেটে ধরে রাখতে পারবে। এটাই BCCI-র নিয়ম। আর এই কারণে তার এবারও KKR দলে থেকে যাওয়ার চ্যান্স আছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।