ঋত্বিক পাত্রঃ কলকাতা ফুটবল লিগ এবার জমে যাবে। সেখানে দুই গ্রুপের বিন্যাস হয়ে গিয়েছে। আর এবার একই গ্রুপে পড়েছে দুই বড় ক্লাব, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। অর্থাৎ এবার দীর্ঘ একটা সময় পর আবারো কলকাতা লিগে ডার্বি দেখতে পাওয়া যাবে। মহামেডান স্পোর্টিং পড়েছে অন্য গ্রুপে। মোট ২৬টি দল এবারের কলকাতা লিগে অংশগ্রহণ করছে। এই দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করে খেলা হবে।
দুই গ্রুপে থাকছে ১৩টি করে দল। দুই গ্রুপের প্রথম তিন দলকে নিয়ে আয়োজন করা হবে সুপার সিক্সের। খেলা শুরু হবে আগামী ২৫ জানুয়ারি থেকে। যদিও লিগের তিন প্রধান দল কবে একের বিরুদ্ধে খেলবে তা এখনো ঠিক হয়নি। তবে খবর আসছে যে, এবার মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ হতে চলেছে ভবানীপুর। ইস্টবেঙ্গল খেলবে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে।
গতবছর কলকাতা লিগে হয়নি ডার্বি
উল্লেখ্য যে, আগেরবছর মহমেডান স্পোর্টিং কলকাতা লিগ জিতে যাওযার কারণে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ নিয়ে তেমন আগ্রহ আলোচনা থাকেনি। মোহনবাগান নৈহাটি গিয়ে ম্যাচ খেলতে রাজি ছিলনা, এদিকে আইএফএ সূচি বদলায়নি। ফলে ম্যাচ বাতিল হয়ে যায়। কিন্তু এবছর ডার্বি দেখতে পাওয়া যেতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন ক্লাব কোন গ্রুপে পড়েছে।
কলকাতা লিগের গ্রুপ
গ্রুপ A: মহমেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার, বিএসএস, খিদিরপুর, এরিয়ান, কালীঘাট এমএস, সুরুচি সংঘ, আর্মি রেড, মেসারার্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টস, সাদার্ন সমিতি, পাঠচক্র এবং উয়াড়ি।
গ্রুপ B: মোহনবাগান, ইস্টবেঙ্গল, ইস্টার্ন রেলওয়ে, ভবানীপুর, জর্জ টেলিগ্রাফ, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, ক্যালকাটা কাস্টমস, রেনবো এসি, রেলওয়ে এফসি, পিয়ারলেস, পুলিশ এসি, ক্যালকাটা পুলিশ এবং টালিগঞ্জ অগ্রগামী।