ইন্ডিয়া হুড ডেস্কঃ সামনেই ডুরান্ড কাপ, আর তাঁর আগেই চরম চমক দিল ইস্টবেঙ্গল। অভিনব কায়দায় গোটা দলকে প্রকাশ্যে আনল লাল হলুদ শিবির। গতকাল সোমবার বাইপাসের ধারে ইমামির আর্ট গ্যালারিতে কোচ কার্লেস কুয়াদ্রাত সহ গোটা দলকে হাজির করেছিল মশালবাহিনী। গতকালের এই অনুষ্ঠানে লাল-হলুদের মোট ২৩ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন। যা এর আগে কখনও হয়নি বলে দাবি করছে ময়দান। ইমামি আর্ট গ্যালারিতে হওয়া এই অনুষ্ঠানে আগামী মরসুম নিয়ে মুখ খুলতে দেখা যায় ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাতকে।
ইস্টবেঙ্গলের কোচ গতকাল সাংবাদিকদের জানান যে, ‘সমর্থকদের প্রত্যাশা আমাদের উপর বেড়েছে। আমাদের আরও বিশ্বাস করছে। এবারের দলগঠনও বেশ ভালো হয়েছে। আমরা সবরকম চ্যালেঞ্জ নিতে তৈরি। যেকোনও প্রতিযোগিতার জন্য আমাদের ছেলেরা মানসিক ভাবে তৈরি। এবারের লক্ষ্য ISL ট্রফি জেতা, প্লে-অফে আর থেমে থাকব না আমরা। তবে ISL-র আগে ডুরান্ড কাপ রয়েছে, আমাদের ধাপে ধাপে এগোতে হবে। প্রতিটা টুর্নামেন্টই জয়ের চেষ্টা করব। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, আমরা নিজেদের আরও শক্তিশালী করব।’
ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশী নিয়ে কোচ কুয়াদ্রাত
ইস্টবেঙ্গলে ষষ্ঠ বিদেশি প্লেয়ার কে? এই নিয়ে কার্লেস কুয়াদ্রাত বলেন, ‘এখনও নাম চূড়ান্ত হয়নি। ষষ্ঠ বিদেশি প্লেয়ার বাছাই প্রক্রিয়া চলছে। ১৪ আগস্টের আগেই তা সম্পন্ন হওয়ার আশা রাখছি। এরপর তাঁর ভিসা সমস্যা দেখে তাঁকে ঠিক কবে থেকে খেলানো যাবে, সেই নিয়ে ভাবা হবে।’
আরও পড়ুনঃ দ্রাবিড়ের পর টিম ইন্ডিয়ার নির্বাচকের ছুটি, ৩২ সেঞ্চুরি করা কিংবদন্তিকে নয়া সিলেক্টর করবেন জয় শাহ
এদিকে ইস্টবেঙ্গল তাঁদের ফুল টিম নিয়ে শক্তি প্রদর্শনের আগেই চরম চমক দেখিয়েছে লাল-হলুদের প্রতিপক্ষ মোহনবাগান। গতকাল তাঁরা জানিয়েছে যে, ২০২২-র ফুটবল বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা বিধ্বংসী স্ট্রাইকার জেমি ম্যাকলারেন তাঁদের সাথে যুক্ত হচ্ছে। জানা গিয়েছে যে, এই অস্ট্রেলীয় স্ট্রাইকার পাঁচ বছরের চুক্তিতে মোহনবাগানে আসছেন। বলে দিই, জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ার এ লিগে পরপর পাঁচবার সোনার বুট জয়ী হয়েছেন। এই স্ট্রাইকার বিপক্ষ দলের যে বিরাট চিন্তার কারণ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।