কলকাতাঃ সম্প্রতি শেষ হয়েছে ডুরান্ড কাপ। যুবভারতীর বুকে সাহস দেখিয়ে ফাইনাল ম্যাচ খেলে ট্রফি নিয়ে গেছে নর্থ ইস্ট ইউনাইটেড। ফাইনালে হেরেছিল মোহনবাগান। তবে এই টুর্নামেন্টের সেমিফাইনালেও যেতে পারেনি কলকাতার আরেক বিখ্যাত ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল। তবে এবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যে ডিভিশন লিগে ভালো শুরু করেছে দল। পরপর টালিগঞ্জ অগ্রগামী, জর্জ টেলিগ্রাফ, ক্যালকাটা কাস্টমস ও পুলিশ এফসি-কে হারিয়েছে দল।
আর এসবের মাঝেই ইস্টবেঙ্গলের মিডফিল্ডার রাজিবুল মিস্ত্রিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে, তিনি ইস্টবেঙ্গল ছেড়ে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিতে পারেন। যদিও ইস্টবেঙ্গলের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং এই ক্লাবের প্রতি তার আনুগত্য ফুটবলপ্রেমীদের মনে রয়েছে। তবে চলতি দলবদল মরশুমে রাজিবুলের সম্ভাব্য ক্লাব পরিবর্তনের বিষয়টি ফুটবল মহলে চর্চিত হচ্ছে।
ইস্টবেঙ্গলের স্তম্ভ রাজিবুল
রাজিবুল মিস্ত্রি ইস্টবেঙ্গলের মধ্যমাঠের অন্যতম স্তম্ভ। তাঁর দক্ষতা এবং সৃজনশীলতা দলের জন্য বারবার গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে। গত কয়েক বছর ধরে তিনি ইস্টবেঙ্গলের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত খেলেছেন। রাজিবুলের নিখুঁত পাসিং এবং বল কন্ট্রোল তাঁকে দলের অপরিহার্য সদস্যে পরিণত করেছে। ইস্টবেঙ্গলের সমর্থকরাও তরু রাজিবুলের খেলার কৌশল ও মাঠের আচরণে মুগ্ধ।
মোহামেডান স্পোর্টিংয়ে রাজিবুল?
মোহামেডান স্পোর্টিং ক্লাবও একসময়ের অন্যতম শক্তিশালী দল হিসেবে ফুটবল ইতিহাসে জায়গা করে নিয়েছে। ক্লাবটি আবারও তার পুরোনো গৌরব ফিরে পেতে দল সাজাচ্ছে এবং রাজিবুলের মতো একজন প্রতিভাবান মিডফিল্ডারকে দলে আনতে আগ্রহী। রাজিবুলের মতো একজন খেলোয়াড় দলের মধ্যমাঠকে শক্তিশালী করতে পারে এবং সেই লক্ষ্যে মোহামেডান স্পোর্টিং তাকে দলে নিতে চাচ্ছে বলে শোনা যাচ্ছে।
আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি
যদিও রাজিবুলের দলবদল নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে দলবদলের এই প্রস্তাব নিয়ে ক্লাব কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে মোহামেডান স্পোর্টিং তাঁকে দলে ভেড়াতে বেশ ভালো কিছু প্রস্তাব দিতে পারে বলে মনে করা হচ্ছে।