ইন্ডিয়া হুড ডেস্কঃ কলকাতা ফুটবল লিগের ডার্বিতে লজ্জাজনক পারফরম্যান্স মোহনবাগানের। শনিবার বড় ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে ২-১ গোলে হেরে অবনমনের আওতায় সবুজ মেরুন শিবির। ডার্বির দ্বিতীয়ার্ধে লজ্জার পারফরম্যান্স করেছেন বাগানের ফুটবলাররা। আর তা দেখে চরম হতাশ সবুজ মেরুন সমর্থকরাও। এমনকি তারা ম্যানেজমেন্টের উপরেও চরম চোটে রয়েছেন।
মোহনবাগান সমর্থকদের কথায়, ‘লিগকে যদি গুরুত্ব না দেওয়াই হয়, তাহলে দল করার কি দরকার?’ অন্য এক হতাশ সমর্থক বলেন, ‘ম্যানেজমেন্ট নোংরামি করে মুখ ডোবাচ্ছে।’ ক্ষোভে ফেটে পড়ে মোহনবাগানের এক সমর্থক বলেন, ‘কলকাতা লিগের যদি কোনও গুরুত্বই না থাকেন, তাহলে দল নামিয়ে হাসির খোরাক কেন বানানো হল? এই হারে আমাদেরই ট্রোল হতে হল। পাড়ায় এখন আমাদেরই সম্মানহানি হবে। ম্যানেজমেন্টের এমন দায়সারা মানসিকতা মেনে নেওয়া যাবে না।’
চটে লাল মোহনবাগানের সমর্থকরা
উল্লেখ্য, শনিবার ইস্টবেঙ্গলের কাছে হারের পর কলকাতা ফুটবল লিগের পয়েন্ট তালিকায় ১১ নম্বরে নেমে গিয়েছে মোহনবাগান। গ্রুপ বি-এ দ্বিতীয় স্থানে আছে ইস্টবেঙ্গল। সেখানে এক নম্বরে ভবানীপুর। তবে ইস্টবেঙ্গল ভবানীপুরের থেকে আবার একটি ম্যাচ কম খেলেছে। পয়েন্ট পার্থক্য মাত্র ১। মোহনবাগান এখনও তিনটি ম্যাচ খেলে একটিতেও হয় পায়নি। দুটি ড্র ও একটিতে হার হজম করতে হয়েছে সবুজ মেরুনকে।
আরও পড়ুনঃ দ্রাবিড় নন, গম্ভীরের পর KKR-র মেন্টর হতে পারেন এই কিংবদন্তি! নাম শুনলে স্যালুট করবেন
নিয়ম মাফিক, গ্রুপের পয়েন্ট তালিকার শেষ চার দলের অবনমন হবে। দশম, একাদশ (যেখানে মোহনবাগান রয়েছে) ও দ্বাদশ, ত্রয়োদশ স্থানে থাকা দলগুলি পরেরধাপে নেমে যাবে। যা বর্তমানে মোহনবাগানের জন্য লজ্জার। তবে, এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে, মেরিনার্সরা ঘুরে দাঁড়ানোর আশাও রাখছে।