‘আর দু’দিন’, ডুরান্ডের প্রথম ম্যাচ জিতেই ষষ্ঠ বিদেশি নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গল কর্তা

Published on:

East Bengal FC,Durand Cup

ইন্ডিয়া হুড ডেস্কঃ জয় দিয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। সোমবার এয়ারফোর্সের বিরুদ্ধে পিছিয়ে পড়েও কাঙ্ক্ষিত জয় হাসিল করে কার্লেস কুদ্রাতের ছেলেরা। ৩-১ গোলে বিমানবাহিনীকে উড়িয়ে মশাল জ্বালায় লাল-হলুদের ফুটবলাররা। এদিন ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ডেভিড লালানসাঙ্গা, দিমিত্রিয়স দিয়ামানতাকোস এবং সাউল ক্রেসপো। প্রথমবার খেলতে নেমে মাদিহ তালাল একটি অ্যাসিস্টও করেন। ফলে নবাগত দুই প্লেয়ারের থেকে যা চেয়েছিল লাল হলুদ সমর্থকরা, তা পেয়েও গেল।

নবাগতদের পার্ফরম্যান্স নজর কেড়েছে মশালবাহিনী সমর্থকদের। তবে, এখনও ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি কে? এই নিয়ে রয়েছে তুঙ্গে জল্পনা। কিছুদিন আগে স্প্যানিশ ফুটবলার হেক্টর ইউস্ত লাল হলুদের ষষ্ঠ বিদেশি প্লেয়ার হবে বলে জল্পনা উঠেছিল। তবে, তিনি যে লাল হলুদের যোগ দিচ্ছেন, তা নিয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি। এছাড়াও এই তালিকায় রয়েছেন অস্ট্রেলীয় ফুটবলার জর্ডন এলস।

WhatsApp Community Join Now

জর্ডন গত মরসুমে লাল হলুদের জার্সিতে নিজের জাত চেনালেও চোটের কারণে মাঝপথেই তাঁকে দেশে ফিরে যেতে হয়। কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে, লাল হলুদ শিবির তাঁকে আবারও নিজেদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারে। তবে, এখন সেই সম্ভবনাও বিশ বাঁও জলে। এত জল্পনার মাঝে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে নয়া তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে যে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই নয়া বিদেশির নাম ঘোষণা করতে পারে লাল হলুদ শিবির।

আরও পড়ুনঃ আনোয়ার ইস্যুতে নয়া চাল মোহনবাগানের, বড়সড় ক্ষতির মুখে ভারতীয় মিডফিল্ডার

সোম্বার খেলা শেষে যুবভারতী স্টেডিয়াম থেকে বেরোনোর সময় এমনই ইঙ্গিত দেন লাল হলুদ কর্তা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল কর্তা বিভাস বর্ধন আগরওয়াল জানান, ‘সব ঠিকথাক থাকলে আগামী দু’দিনের মধ্যে ষষ্ঠ বিদেশির নাম জানা যাবে।’ তবে লাল হলুদ কর্তা এটা জানাননি যে, তাঁদের বাকেট লিস্টে কোন প্লেয়ার রয়েছেন।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন