ভারতের মাটিতে একমাত্র টেস্ট খেলবে আফগানিস্তান। তবে ভারতের বিরুদ্ধে নয়, কারণ এই ম্যাচের জন্য ভারত আফগান দলের হোম-গ্রাউন্ড হতে চলেছে। আর এই টেস্টে তাঁরা মুখোমুখি হবে নিউজিল্যান্ড দলের। আর এই সিরিজের আগেই কোচিং স্টাফের লিস্টে বড় পরিবর্তন করলো কিউয়ি ক্রিকেট বোর্ড। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্ট ম্যাচের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হল।
বিক্রম রাঠোর ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন। বিশেষ করে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে, তাঁর ব্যাটিং প্রশিক্ষণ ও কৌশলগত দক্ষতা দিয়ে দলকে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন। বিশেষ করে ২০২৩-এর একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতের ফাইনাল খেলা এবং ২০২৪ সালে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের বিষয়ে তাঁর বিরাট অবদান ছিল। ভারতের ব্যাটসম্যানদের স্কিল উন্নতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
নিউজিল্যান্ডের কোচ হলেন বিক্রম রাঠোর
সম্প্রতি, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিক্রম রাঠোরের নিযুক্তি নিশ্চিত করেছে। বোর্ড আশা প্রকাশ করেছে যে বিক্রম রাঠোরের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ দক্ষতা আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দলের ব্যাটসম্যানদের জন্য অত্যন্ত কার্যকর প্রমাণিত হবে। এই মর্মে কিউয়ি দলের প্রধান কোচ গ্যারি স্টিড এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ”বিক্রম বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ। তিনি এর আগে কোচিংয়ের দায়িত্ব সামলেছেন গর্বের সঙ্গে। আমাদের টেস্ট শিবিরে ওঁকে স্বাগত। আমি নিশ্চিত, দলের ছেলেরা তাঁর থেকে অনেক কিছু শিখতে পারবে।”
লাল বলের ক্রিকেটে মুখোমুখি নিউজিল্যান্ড ও আফগানিস্তান
নিউজিল্যান্ডের দল এই মাসেই আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলতে চলেছে। জানা গেছে, আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই টেস্ট ম্যাচটি। এই টেস্ট ম্যাচটি আফগান দলের দৃষ্টিকোণ থেকে বেশ গুরুত্বপূর্ন। কারণ আফগানিস্তান সম্প্রতি টেস্ট ক্রিকেটে বেশ ভালো পারফর্ম করছে। ইতিমধ্যে নিউজিল্যান্ড দল ভারতে পা রেখেছে। অনুশীলনও শুরু করেছে তাঁরা। এই ম্যাচ খেলার পর কিউয়ি দল শ্রীলঙ্কার বিরুদ্ধে একজোড়া টেস্ট খেলবে। তাই ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে এই টেস্ট ব্ল্যাক-ক্যাপসের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।