ইন্ডিয়া হুড ডেস্কঃ সদ্যই সংবাদ শিরোনামে উঠে এসেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। আর তার কারণ দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের দুই প্রাক্তনী, এবি ডি ভিলিয়ার্স এবং কেভিন পিটারসেনের সমালোচনা করেন তিনি। তার কথায়, অধিনায়ক হিসেবে দুজনের কেউই তেমন কিছু করতে পারেননি। আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলেছে।
আসলে এই ঘটনার শুরু হয় ডি ভিলিয়ার্স এবং পিটারসেনের মন্তব্য থেকে। সেখানে দুই প্রাক্তন ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার তীব্র সমালোচনা করেন। উল্লেখ্য, হার্দিক নেতৃত্বে আসার পর ভরাডুবি হয়েছে মুম্বাইয়ের। এবছর আইপিএলের প্রথম দল হিসেবে ছিটকে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। ঘটনা বাড়লে গম্ভীরকে আবার পাল্টা জবাব দেন প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসান। তার কথায়, গম্ভীর নাকি কেবল বিতর্ক তৈরির জন্যই এসব বলেছেন, এবং তাকেও সিরিয়াসলি নিতে বারণ করেন তিনি।
ক্রিকট্র্যাকার থেকে জানা যাচ্ছে, অতুল ওয়াসান এক সাক্ষাতকারে ইন্ডিয়া নিউজকে বলেন, “আপনি কী বলেছেন? গম্ভীর বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন এবং এটা তার পুরনো অভ্যাস। আমি তাই গৌতম গম্ভীরকে সিরিয়াসলি নিই না।” গম্ভীর বলেছিলেন, “এ বি ডি ভিলিয়ার্স হোন অথবা কেভিন পিটারসেনই হোন, দুজনেই তাদের অধিনায়কত্বের সময় নিজেদের কেরিয়ারে কী করেছেন?”
গম্ভীর আরও যোগ করেন, “আমি অনুভব করি যে, একজন অধিনায়ক হিসাবে তারা কেরিয়ারে কিছুই করেননি। আপনি যদি রেকর্ড দেখেন তাহলে বুঝতে পারবেন, তারা যে কোনও অধিনায়কের চেয়ে খারাপ পারফর্ম করেছেন।” গম্ভীরের কথায়, তিনি মনে করেন না এবি ডি ভিলিয়ার্স আইপিএলে রান ছাড়া অন্য কিছু করতে পেরেছেন। দলগত দিক থেকে তার অর্জন নেই কিছুই।
আরও পড়ুনঃ হাইকোর্টের এক রায়ে ব্যাকফুটে পশ্চিমবঙ্গ সরকার! লটারি লাগল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
গম্ভীরের এই বক্তব্যের বিরোধিতায় নেমেছেন অতুল ওয়াসান। উল্লেখ্য, কলকাতায় এসে দলের হাল হকিকত বদলে দিয়েছেন গম্ভীর। তিনি এখন দলের মেন্টর এবং তার কারণেই দল এখন উর্ধ্বগতিতে দৌড়াচ্ছে। বলা চলে গম্ভীরের প্রত্যাবর্তন বেশ সফল। এবছর আইপিএলে কলকাতা প্রথম দল যারা প্লে অফের জন্য কোয়ালিফাই করে যায়।