শুধু শ্রেয়স আইয়ার নয়, গম্ভীর ঘনিষ্ঠ এই দুই প্লেয়ারেরও টিম ইন্ডিয়ায় চমকাবে ভাগ্য

Published on:

Gautam Gambhir,India,India national cricket team,Shreyas Iyer,Kuldeep Yadav,Kolkata Knight Riders,Board of Control for Cricket in India

ইন্ডিয়া হুড ডেস্কঃ বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ পরিবর্তন হয়েছে। রাহুল দ্রাবিড়ের জায়গায় গৌতম গম্ভীরকে ভারতীয় দলের নয়া বস হিসেবে ঘোষণা করেছে বিসিসিআই। আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে গম্ভীরের কার্যকাল শুরু হতে চলেছে। গৌতম গম্ভীর ২০২৭-র ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত এই পদে বহাল থাকবেন। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়ে দলকে সাফল্য এনে দেওয়ার পরেই গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার নয়া কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার তোরজোড় শুরু করেছিল BCCI। এদিকে গম্ভীর দলের বস হয়েই অনেক পরিবর্তন আনতে চাইছেন বলে খবর। আবার এখন এও শোনা যাচ্ছে যে, গম্ভীর তাঁর ঘনিষ্ঠ দুই প্লেয়ারকে দলে সুযোগ করে দিতে পারেন। এর আগেই শ্রেয়স আইয়ারকে নিয়েও একই দাবি উঠেছিল।

টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর গম্ভীরের ছোটোবেলার কোচ সঞ্জয় ভরদ্বাজ জানিয়েছেন যে, গৌতমের মধ্যে দলের প্রতিটা প্লেয়ারের কাছ থেকে সেরা পার্ফরম্যান্সটা করানোর ক্ষমতা রয়েছে। ভরদ্বাজ বিশ্বাস করেন যে, গৌতম গম্ভীরের আমলে ভারতীয় দল সফলতার শিখরে পৌঁছবে।

WhatsApp Community Join Now

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভরদ্বাজ বলেন, ‘গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হিসেবে ভারতীয় স্পিনার কুলদীপ যাদব ও জোরে বোলার নবদীপ সৈনির উপর বাজি রাখতে পারেন।’ যদিও কুলদীপ যাদব নিয়মিত ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন। তবে নবদীপ সৈনির ভাগ্যে এখনও টিম ইন্ডিয়ায় পার্মানেন্ট হওয়ার সুযোগ হয়নি। ভরদ্বাজ বলেন, ‘কুলদীপ ও নবদীপ সৈনির মতো প্লেয়ারকে টিম ইন্ডিয়ার নিয়মিত সুযোগ দিতে পারেন গম্ভীর। ওরা দুজনাই গম্ভীরের খুব কাছে। গৌতম ওয়েস্টইন্ডিজের অলরাউন্ডার সুনীল নরেনের উপরেও বাজি রেখেছিলেন। আর তাঁর ফলাফল সবার সামনে।’

গম্ভীরের ছোটোবেলার কোচ আরও বলেন, ‘নিজের ব্যাটিং দক্ষতায় গৌতম ২০০৭ এর T20 বিশ্বকাপ ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ জিতিয়েছিলেন টিম ইন্ডিয়াকে। এছাড়াও খেলোয়াড় হিসেবে KKR-কে দুটি ট্রফি ও মেন্টর হিসেবে একটি ট্রফি দিয়েছেন। গম্ভীর চ্যালেঞ্জ নিয়ে সেটিকে জয় করার ক্ষমতা রাখে।’

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন