পুণেঃ দুর্বল বাংলাদেশকে পেয়ে দুই টেস্টেই নাকানিচোবানি খাইয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। কিন্তু নিউজিল্যান্ড সামনে আসতেই ঘরের মাঠে একের পর এক বিশ্রী রেকর্ডের সন্মুখিন টিম ইন্ডিয়া। এমনকি বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনির আমলে যেই বাজে রেকর্ড হয়নি, তা বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মার অধীনে হয়ে গেল।
বেঙ্গালুরু টেস্টে ভারত প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের থেকে ৩৫৬ রান পিছিয়ে ছিল। এবার পুনে টেস্টে ১০৩ রান পিছিয়ে। ঘরের মাঠে লাগাতার দুই টেস্টে প্রথম ইনিংসে ১০০-র বেশি রানে পিছিয়ে থাকার এই রেকর্ড ২৩ বছর পর ভারতীয় দলের নামে জুড়েছে। তবে শেষবার যখন টিম ইন্ডিয়া বিপক্ষ দলকে পরপর দুবার এমন ১০০ রানের লিড দিয়েছিল, তখন ভারত সেই সিরিজ ২-১ এ জিতে নিয়েছিল। কিন্তু এবার আর সেই আশা দেখা যাচ্ছে না।
শেষবার যখন এমন হয়েছিল, তখন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারত প্রথম ইনিংসে মুম্বইতে ১৭৩ রান আর কলকাতায় ২৭৪ রান পিছিয়ে ছিল। কলকাতার ইডেন গার্ডেনের টেস্ট ইতিহাসের পাতায় দায়ের আছে। কারণ সেই টেস্টে ভারতীয় দল ফলোয়ান খেয়েও ম্যাচ জিতে নিয়েছিল। তবে এবার যা হল, তা দেখে হতাশ আপামর ক্রিকেট প্রেমীরা। একদিকে বিরাট কোহলি মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। অন্যদিকে খোদ অধিনায়ক রোহিত শর্মা শূন্য রানে আউট হয়েছেন।
বলে দিই, ২০২৩ এর বিশ্বকাপ থেকেই রোহিত শর্মা ব্যাটে আর তেমন কোনও বড় রান আসেনি। প্রথম চালিয়ে খেলে খেলার গতি বাড়ালেও, রোহিত শর্মার নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। এখন অনেকেই চাইছেন যে, রোহিত শর্মা T20-র পর টেস্ট থেকেও নিজেকে সরিয়ে নিন।