ইন্ডিয়া হুড ডেস্কঃ বর্তমানে সারা ভারত T20 বিশ্বকাপ জয়ের আনন্দে মশগুল। ২০০৭ সালের পর দ্বিতীয়বার টিম ইন্ডিয়ার ক্রিকেটের সবথেকে ছোটো ফরম্যাটের প্রতিযোগিতায় বিশ্বসেরা হয়েছে। ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফির ১১ বছর পর ভারতে ফের ICC-র ট্রফি এল। এই নিয়েই সবাই এখন আনন্দে মেতে উঠেছেন।
যদিও, এই আনন্দের মধ্যে খারাপ খবর হল বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ প্লেয়াররা T20 ক্রিকেট থেকে নিজেদের অবসর ঘোষণা করেছেন। তাঁরা আর ভারতীয় জার্সি গায়ে টি২০ ম্যাচে নামবেন না। কিন্তু এর মধ্যে আরেকটি জিনিসও ভারতীয়দের চিন্তার কারণ হয়ে উঠেছে। সেটি হল টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ কে হবেন?
কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছে
কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছে। ২০২৩ এর বিশ্বকাপ এবং ২০২৪ এর T20 বিশ্বকাপ তাঁরই তত্বাবধানে খেলে টিম ইন্ডিয়া। এবার রাহুল দ্রাবিড় নিজের পদ ছাড়ছেন। আর কিছুদিন পর ভারতীয় দল জিম্বাবুয়ে সফরে যাবে। সেখানে ভারতীয় দলের অস্থায়ী কোচের ভূমিকা পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। কিন্তু স্থায়ী কোচ কবে পাবে টিম ইন্ডিয়া? এই নিয়ে মুখ খুলেছেন BCCI সচিব জয় শাহ।
আরও পড়ুনঃ DA মামলায় বিরাট মোড়, তোলপাড় বাংলা! এবার কর্মীরা যা করলেন, ঘুম উড়ল পশ্চিমবঙ্গ সরকারের
জয় শাহ জানিয়েছেন যে, ইতিমধ্যে অনেকেই ভারতের কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। এছাড়াও জাতীয় নির্বাচকেরও মেয়াদ শেষ হচ্ছে। তাই BCCI-র তরফে জাতীয় নির্বাচক খোঁজা হচ্ছে। সিএসি আগ্রহীদের নিয়ে সাক্ষাৎকার নিয়ে দুজনার নামের সুপারিশ করেছে বলে জানিয়েছেন জয় শাহ। বোর্ড সূত্রে খবর গৌতম গম্ভীর ছাড়াও ডাব্লিউভি রমণের নাম সুপারিশ করা হয়েছে। জয় শাহ জানিয়েছেন যে, আগামী ২৭ জুলাই শ্রীলঙ্কা সফরের আগেই ভারতীয় দল তাঁর নতুন কোচ পেয়ে যাবে।